সংক্ষিপ্ত
গত কয়েকটি ম্যাচে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। হঠাৎই যেন ফুটবল খেলা ভুলে গিয়েছেন নাওরেম মহেশ সিং, লালচুংনুঙ্গারা। সোমবার ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখা গেল না।
হায়দরাবাদ এফসি-র চেন্নাইয়িন এফসি ম্যাচ, খারাপ খেলেও ১-০ জয় পেল ইস্টবেঙ্গল। সোমবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নন্দকুমার শেখরের গোলে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। এই জয়ের ফলে ১৬ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে থাকল ইস্টবেঙ্গল। এখনও সুপার সিক্সের যোগ্যতা অর্জনের আশা করছে কার্লেস কুয়াদ্রাতের দল। লিগ টেবলে ৭ নম্বরে থাকা নর্থইস্ট ইউনাইটেড এফসি ১৬ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট পেয়েছে। ৬ নম্বরে থাকা জামশেদপুর এফসি ১৭ ম্যাচ খেলে ২০ পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় লেগে নর্থইস্ট ও জামশেদপুরের কাছে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। এর ফলেই সুপার সিক্সের রাস্তা কঠিন হয়ে গিয়েছে।
প্রথমার্ধে ছন্নছাড়া পারফরম্যান্স ইস্টবেঙ্গলের
গত কয়েকটি ম্যাচের মতোই এদিন চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধেও ম্যাচের শুরুটা খুব খারাপ করে ইস্টবেঙ্গল। প্রথমার্ধে খেলা দেখে মনে হচ্ছিল বল ধরে কী করবেন বুঝতে পারছেন না মহম্মদ রাকিপ, নন্দকুমার শেখররা। মাঝমাঠে খেলা দানা বাঁধছিল না। ফলে রক্ষণের উপর চাপ বাড়ছিল। ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা বারবার রক্ষণকে সাহায্য করছিলেন। ফেলিসিও ব্রাউনের চেহারা বিশাল। কিন্তু তিনি বিশেষ কিছু করতে পারছেন না। স্প্যানিশ মিডিও ভিক্টর ভাজকুয়েজও খুব একটা কার্যকরী হয়ে উঠতে পারেননি। নাওরেম মহেশ সিংয়ের পারফরম্যান্স একেবারেই ভালো হচ্ছে না। এর ফলে ইস্টবেঙ্গলের খেলা দেখতে খুব খারাপ লাগছে।
দ্বিতীয়ার্ধে অন্য ইস্টবেঙ্গল
প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে লাল-হলুদ জার্সি অনেক উজ্জ্বল। নিশু কুমারের পরিবর্তে মন্দার রাও দেশাই, রাকিপের পরিবর্তে আলেকজান্ডার প্যান্টিচ এবং ব্রাউনের পরিবর্তে পিভি বিষ্ণু মাঠে নামার পরেই ইস্টবেঙ্গল দলের খেলা বদলে গেল। অসাধারণ পারফরম্যান্স দেখালেন বিষ্ণু। চেন্নাইয়িন এফসি-র রক্ষণে চাপ বাড়ার পরেই গোল এল। ৬৫ মিনিটে ক্লেইটনের পাস থেকে নন্দকুমারের শট বিকাশ সাঙ্গওয়ানের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। এই গোলেই মূল্যবান ৩ পয়েন্ট পেল ইস্টবেঙ্গল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
East Bengal: কলকাতা পৌঁছে রিহ্যাব শুরু, কবে মাঠে নামবেন সল ক্রেসপো?
East Bengal: ৯ জনের হায়দরাবাদ এফসি-কে হারাতেই ঘাম ঝরল ইস্টবেঙ্গলের