সংক্ষিপ্ত

পরপর ২ বার আইএসএল চ্যাম্পিয়ন পারবে মোহনবাগান সুপার জায়ান্ট? সেই আশা বাড়ছে। গত মরসুমের মতোই এবারও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন দিমিত্রিওস পেট্রাটসরা।

চলতি আইএসএল-এ মোহনবাগান সুপার জায়ান্টের অসাধারণ পারফরম্যান্স অব্যাহত। বুধবার অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসি-কে ৩-২ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লেও, দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাল হুয়ান ফেরান্দোর দল। ৬৭ মিনিটে লাল কার্ড দেখেন জামশেদপুরের গোলকিপার টিপি রেহেনেশ। তার ফলে বাকি সময়টা ১০ জনে খেলতে হয় জামশেদপুরকে। এত সুবিধা হয় মনবীর সিং, শুভাশিস বসুদের। এদিন জয় পাওয়ার ফলে চলতি আইএসএল-এ পরপর ৪ ম্যাচে জয় পেল সবুজ-মেরুন। ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে গতবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় স্থানে থাকা এফ সি গোয়া ৪ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছে।

অপ্রতিরোধ্য মোহনবাগান সুপার জায়ান্ট

বুধবার জে আর ডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচের ৬ মিনিটেই মহম্মদ স্যাননের গোলে পিছিয়ে পড়ে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে ২৯ মিনিটে আর্মান্দো সাদিকুর গোলে সমতা ফেরায় সবুজ-মেরুন। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ১-১। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের রং বদলে যায়। ৪৮ মিনিটে গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। ৭৩ মিনিটে গ্ল্যান মার্টিন্সের পরিবর্তে মাঠে নামার পর ৮০ মিনিটে তৃতীয় গোল করেন কিয়ান নাসিরি। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান স্টিভ অ্যাম্বরি। তবে সমতা ফেরাতে পারেনি জামশেদপুর। বাকি সময়টা রক্ষণ অটুট রেখে জয় তুলে নিল সবুজ-মেরুন।

মোহনবাগান সুপার জায়ান্টের নতুন নজির

আইএসএল-এ পরপর ৪ ম্যাচ জিতে নতুন নজির গড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। ৯ মাসেরও বেশি সময় পরে আইএসএল-এর কোনও ম্যাচে প্রথমে গোল হজম করার পর পর পেল সবুজ-মেরুন। এর আগে গত মরসুমে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় ছিনিয়ে নেন মনবীর, কিয়ানরা। এবার জামশেদপুরের বিরুদ্ধেও দুর্দান্ত জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Lionel Messi: লিওনেল মেসির সাফল্য ঈর্ষায় জ্বলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

Ballon d'Or 2023: অষ্টম ব্যালন ডি'অর, সবার ধরাছোঁয়ার বাইরে লিওনেল মেসি

YouTube video player