সংক্ষিপ্ত

কলিঙ্গ সুপার কাপে ব্যর্থ হওয়ার পর এবার আইএসএল-এ ছন্দে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট। ধারাবাহিকতা ধরে রাখাই অ্যান্টনিও লোপেজ হাবাসের দলের লক্ষ্য।

অ্যান্টনিও লোপেজ হাবাস নতুন করে মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম জয় পেল দল। গত ম্যাচে ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করার পর শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর ম্যাচে হায়দরাবাদ এফসি-কে ২-০ হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। গোল পেলেন অনিরুদ্ধ থাপা ও জেসন কামিংস। বিদেশিহীন হায়দরাবাদের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের জয় প্রত্যাশিত ছিল। সারা ম্যাচে মনবীর সিং, শুভাশিস বসুদের দাপট দেখা গেল। তবে সীমিত শক্তি নিয়েও লড়াই করল হায়দরাবাদ এফসি। একাধিক সহজ সুযোগ নষ্ট করেন আবদুল রাবি। মোহনবাগান সুপার জায়ান্টও অনেক সুযোগ নষ্ট করে। তবে শেষপর্যন্ত যোগ্য দল হিসেবেই জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড।

ফের চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মোহনবাগান সুপার জায়ান্ট

এদিন জয় পাওয়ার ফলে ১২ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৪ নম্বরে উঠে এল মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে, ১৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে হায়দরাবাদ এফসি। 

সবুজ-মেরুনে ফিরলেন জনি কাউকো

কলকাতা ডার্বির আগে থাকতেই ময়দানে জল্পনা চলছিল, হুগো বুমোসকে ছেড়ে দিয়ে জনি কাউকোকে আইএসএল-এর জন্য রেজিস্ট্রেশন করা হবে। কলকাতা ডার্বিতে বুমোসকে খেলার সুযোগ দেওয়া হয়নি। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামেন কাউকো। এই মিডফিল্ডার এর আগেও হাবাসের কোচিংয়ে খেলেছেন। সবুজ-মেরুনের প্রধান কোচের পছন্দের ফুটবলার নন বুমোস। সেই কারণেই তাঁকে ছেড়ে দিয়ে কাউকোকে ফেরানো হল। হায়দরাবাদের বিরুদ্ধে বেশিক্ষণ খেলার সুযোগ না পেলেও, খারাপ পারফরম্যান্স দেখাননি কাউকো। কামিংস গোল পাওয়ায় সবুজ-মেরুন শিবিরে স্বস্তি ফিরেছে। কলকাতা ডার্বিতে গোল পান আর্মান্দো সাদিকু। এবার কামিংসও গোল পাওয়ায় মোহনবাগান সুপার জায়ান্টের আক্রমণভাগের ছন্দ ফিরল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: আত্মতুষ্টির জের? নর্থইস্ট ইউনাইটেড এফসি-র কাছে হার ইস্টবেঙ্গলের

Suryakumar Yadav: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তির সঙ্গে জার্সি বিনিময় সূর্যকুমারের

Football News: ফুটবলে চালু হচ্ছে নতুন রঙের কার্ড, বদলাচ্ছে খেলার নিয়ম