সংক্ষিপ্ত
আইএসএল-এ সবচেয়ে তারকাখচিত দল মোহনবাগান সুপার জায়ান্ট। এবারের আইএসএল-এর শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড।
২০ ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট। বাকি দলগুলি ধারেকাছে নেই। চলতি আইএসএল-এ প্রথম দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব এফসি-কে ৩-০ উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। চলতি আইএসএল-এ এখনও পর্যন্ত ১৪ ম্যাচে জয় পেয়েছেন জেসন কামিংস, জেমি ম্যাকলারেনরা। তাঁরা চার ম্যাচে ড্র করেছেন। হার মাত্র দুই ম্যাচে। বুধবার ঘরের মাঠে টানা নবম ম্যাচে জয় পেল হোসে মলিনার দল। চলতি আইএসএল-এ এই নিয়ে ১২-তম ম্যাচে গোল হজম করল না মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথমার্ধে গোল না পেলেও, দ্বিতীয়ার্ধে তিন গোল করে জয় ও প্লে-অফে জায়গা নিশ্চিত করে ফেলল সবুজ-মেরুন ব্রিগেড।
পাঞ্জাবের প্রথমার্ধের লড়াই দ্বিতীয়ার্ধে উধাও
মোহনবাগান সুপার জায়ান্ট দলে ম্যাচ উইনারের সংখ্যা অনেক। যে কোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারেন মনবীর সিং, সাহাল আবদুল সামাদ, লিস্টন কোলাসো, গ্রেগ স্টেওয়ার্ট, কামিংস, ম্যাকলারেনরা। প্রথমার্ধে লড়াই করছিলেন পাঞ্জাবের ডিফেন্ডাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই লড়াই বজায় থাকল না। ৫৬ মিনিটে প্রথম গোল করেন ম্যাকলারেন। এই গোলই পাঞ্জাবের লড়াই শেষ করে দেয়। এরপর ৬৩ মিনিটে লিস্টন ব্যবধান বাড়ানোর পর মোহনবাগান সুপার জায়ান্টের জয় নিশ্চিত হয়ে যায়। ৯০ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ম্যাকলারেন।
মলিনার কৌশলে বাজিমাত
প্রথমার্ধে দল গোল না পাওয়ায় দ্বিতীয়ার্ধে দলে একাধিক বদল আনেন মলিনা। তিনি সবার আগে রক্ষণ বদল আনেন। রাইট ব্যাক আশিস রাইয়ের পরিবর্তে আশিক কুরুনিয়ানকে মাঠে নামানো হয়। আলবার্তো রডরিগেজের সঙ্গে শুভাশিস বসুকে সেন্টার ব্যাক করে দেওয়া হয়। কুরুনিয়ানকে লেফট ব্যাক করে দেওয়া হয়। সেন্টার ব্যাক দীপেন্দু বিশ্বাসকে রাইট ব্যাক করে দেওয়া হয়। এই পরিবর্তন কার্যকর হয়। প্রথমার্ধের শুরুতেই দল গোল পেয়ে যাওয়ায় জয়ের পথ মসৃণ হয়ে যায়। এই ধারাবাহিকতা ধরে রাখাই মলিনার লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
শুভাশিস-মনবীরের জোড়া গোল, মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৪-০ জয় মোহনবাগান সুপার জায়ান্টের
জয় দিয়ে নতুন বছর শুরু, আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই মোহনবাগান সুপার জায়ান্ট
ফের রেফারিং-বিতর্ক, ১০ জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় মোহনবাগান সুপার জায়ান্টের