সংক্ষিপ্ত
কলিঙ্গ সুপার কাপ এখনও শেষ হয়নি। এরই মধ্যে ফের কলকাতা ডার্বির দামামা বেজে গেল। আইএসএল-এ জোড়া কলকাতা ডার্বির সূচি প্রকাশ করা হল বৃহস্পতিবার।
কয়েকদিন আগেই কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বির উত্তাপ নিয়েছেন বাংলার ফুটবলপ্রেমীরা। সেই ম্যাচের রেশ কাটতে না কাটতেই ফের ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্টের লড়াইয়ের তারিখ জানা গেল। চলতি আইএসএল-এর প্রথম লেগে এখনও কলকাতা ডার্বি হয়নি। সেই ম্যাচের সঙ্গে দ্বিতীয় লেগের কলকাতা ডার্বির তারিখও জানা গেল। ৩ ফেব্রুয়ারি সন্ধে সাড়ে ৭টায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি আইএসএল-এর প্রথম কলকাতা ডার্বি হতে চলেছে। এই ডার্বি মোহনবাগান সুপার জায়ান্টের হোম ম্যাচ। এরপর ১০ মার্চ ফের হবে কলকাতা ডার্বি। এবার ইস্টবেঙ্গলের হোম ম্যাচ হবে। সূচি প্রকাশিত হওয়ার পর থেকেই কলকাতা ডার্বি নিয়ে ফের উত্তাপ বাড়তে শুরু করেছে।
কীভাবে পাবেন কলকাতা ডার্বির টিকিট?
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হোম ম্যাচের সূচি প্রকাশিত হওয়ার পরেই মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে দেওয়া হয়েছে। https://in.bookmyshow.com/special/mohun-bagan-super-giant-vs-east-bengal-fc/ET00384649 -এ কলকাতা ডার্বির টিকিট পাওয়া যাচ্ছে। টিকিটের দাম রাখা হয়েছে ২০০, ৩০০, ৪০০, ৫০০, ১,৫০০ ও ৩,০০০ টাকা। তবে এখন শুধু ৫০০, ১,৫০০ ও ৩,০০০ টাকার টিকিট পাওয়া যাচ্ছে। কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হবে কি না এখনও জানা যায়নি।
কলকাতা ডার্বি নিয়ে উত্তেজনা তুঙ্গে
সম্প্রতি কলকাতা ডার্বিতে জয় পেয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল শিবির। কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হতে পারলে লাল-হলুদ জনতার উৎসাহ বেড়ে যাবে। মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা আবার বদলা নেওয়ার লক্ষ্যে। ৩ ফেব্রুয়ারির ম্যাচে জাতীয় দলের ফুটবলাররা খেলতে পারবেন। ফলে সবুজ-মেরুনের শক্তি বেড়ে যাবে। এবার কলিঙ্গ সুপার কাপে হারের বদলা নেওয়ার লক্ষ্যে গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। নতুন প্রধান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস এবারের কলকাতা ডার্বিতে রিজার্ভ বেঞ্চে থাকবেন। সেই কারণে সবুজ-মেরুন শিবির আত্মবিশ্বাসী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
East Bengal: জামশেদপুর এফসি-কে উড়িয়ে কলিঙ্গ সুপার কাপ ফাইনালে ইস্টবেঙ্গল
East Bengal: 'ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ ট্রফি জয়,' বার্তা ইস্টবেঙ্গল কোচের
Kolkata Derby: ক্লেইটনের জোড়া গোল, মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ উড়িয়ে সেমি-ফাইনালে ইস্টবেঙ্গল