সংক্ষিপ্ত
একদিকে তো জেতা ম্যাচ হেরেছে। কেরালার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ২-১ গোলে পরাজিত মহামেডান। তার মধ্যে আবার সমর্থকরা মাঠে বোতল ছুঁড়েছেন।
একদিকে তো জেতা ম্যাচ হেরেছে। কেরালার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ২-১ গোলে পরাজিত মহামেডান। তার মধ্যে আবার সমর্থকরা মাঠে বোতল ছুঁড়েছেন।
অন্যদিকে, ম্যাচের পর সাদাকালো ব্রিগেডের কোচ কাঠগড়ায় তুলেছেন রেফারিকে। তিনি কার্যত, ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চনার অভিযোগ তুললেন এবার। যা নিয়ে খেলা চলাকালীন দর্শকদের মধ্যেও তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ খেলা শেষের পর মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেন, “আমরা আইএসএল-এর অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলেছি। ওরা দশ বছরেরও বেশি সময় ধরে এই লিগে খেলছে। ওদের দলে খুব ভালো ভালো ফুটবলার রয়েছে। তা সত্ত্বেও আমরা শুরুটা ভালোই করেছিলাম। ওরা শক্তিশালী দল হওয়া সত্ত্বেও, প্রথমার্ধে আমরাই পুরো খেলাটা নিয়ন্ত্রণ করেছিলাম এবং গোলও করি।”
এদিকে ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি বলে চেরনিশভ বঞ্চনার অভিযোগ তুলছেন। এই ঘটনাটি ঘটে ম্যাচের ৬৬ মিনিটে। তার কিছুক্ষণ পরই একেবারে ফুঁসে ওঠেন মহামেডান সমর্থকরা। মাঠে উড়ে আসতে থাকে জলের বোতল। এমনই সেই কারণে, প্রায় ৮ মিনিট খেলা বন্ধ রাখেন রেফারি।
শুধু তাই নয়, কেরালা ব্লাস্টার্সের সমর্থকদের লক্ষ্য করে জলের বোতল ছোঁড়া হয় বলেও অভিযোগ উঠছে। মহামেডান স্পোর্টিং-এর ফুটবলাররাও চেষ্টা করেন কিশোর ভারতীর জনতাকে শান্ত করার। ফের আবার ম্যাচ শুরু হলেও মহামেডান কিন্তু সমতা ফেরাতে পারেনি।
আর এই ঘটনা নিয়েও এবার বিবৃতি দিল কেরালা ব্লাস্টার্সও। তারা জানিয়ে দিয়েছে, “আমাদের সমর্থকদের উপর আক্রমণের যে খবর এসেছে, তাতে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। প্রতিটি ক্লাবেরই দায়িত্ব আছে, অন্য ক্লাবের সমর্থকদের জন্য নিরাপদ পরিবেশের ব্যবস্থা করার। এই ধরনের ঘটনার ফুটবলে কোনও স্থান নেই। ফুটবলার এবং ভক্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই হবে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।