ISL 2026: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের অন্যতম সেরা মেগা ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগ। এবার সেই আইএসএল-এর সম্প্রচার নিয়েই চলে এল বড় আপডেট।
ISL 2026: আইএসএল সম্প্রচার নিয়ে বড় আপডেট। ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের অন্যতম সেরা মেগা ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগ (isl 2026 schedule)। এবার সেই আইএসএল-এর সম্প্রচার নিয়েই চলে এল বড় আপডেট।
আইএসএল সম্প্রচার দূরদর্শনে?
সূত্রের খবর, আসন্ন আইএসএল-এর সরাসরি সম্প্রচার হতে পারে দূরদর্শনে। ম্যাচগুলি লাইভ ব্রডকাস্টের দায়িত্ব পেতে পারে ডিডি স্পোর্টস (isl 2026 news)। সবথেকে বড় বিষয়, একটা সময় আইএসএল আয়োজন করা যাবে কিনা, সেই বিষয়েই ধন্দ ছিল। কিন্তু এবার কার্যত, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সরাসরি হস্তক্ষেপ করল এই বিষয়ে।
মঙ্গলবার, রীতিমতো ম্যারাথন বৈঠক চলে ক্লাবগুলির সিইও-কর্তা, ফেডারেশন অফিশিয়ালদের মধ্যে। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় স্বয়ং। সেই বৈঠক থেকেই শেষপর্যন্ত, চূড়ান্ত হয় আইএসএল-এর দিনক্ষণ। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল। হোম এবং অ্যাওয়ে ফরম্যাট মিলিয়ে মোট ৯১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও পরে ফেডারেশন জানিয়েছে, সিঙ্গল রাউন্ড রবিন লিগ ফরম্যাট মেনে হবে আসন্ন আইএসএল।
ডিডি স্পোর্টসে খেলাগুলি দেখানো হতে পারে
তারপরেই জল্পনা শুরু হয়ে গেছে, কোথায় খেলা দেখা যাবে? অর্থাৎ, সম্প্রচার। এমনিতেই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। তারপরেই আইপিঁএল। এহেন পরিস্থিতিতে জিও-হটস্টারে আইএসএল সম্প্রচার সম্ভব নয়। এতদিন অবধি মরশুম আগে শুরু হত বলে ম্যাচ সম্প্রচার করেছে তারা। তাছাড়া গত মরশুম পর্যন্ত এফএসডিএল আইএসএল আয়োজন করেছে। এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।
তাই শোনা যাচ্ছে, আসন্ন আইএসএল সম্প্রচারের দায়িত্ব যেতে পারে দূরদর্শনের হাতে। ডিডি স্পোর্টসে খেলাগুলি দেখানো হতে পারে। যদিও সরকারিভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি। তবে খুব দ্রুত বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে শোনা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

