Japan vs Brazil: নিঃসন্দেহে টানটান উত্তেজনার এই ম্যাচকে উপভোগ করলেন মাঠে উপস্থিত দর্শকরা। ঘরের মাঠে পিছিয়ে পড়েও লড়াইতে ফিরে এল জাপান এবং ৩-২ গোলে জয় ছিনিয়ে নিল।

Japan vs Brazil: জাপানের আইজোনোমোতো স্টেডিয়ামে মঙ্গলবার, মুখোমুখি হয় জাপান বনাম ব্রাজিল (japan vs brazil)। সেই ম্যাচেই কার্যত, অসাধারণ কামব্যাক করল জাপান ফুটবল দল। ৩-২ গোলে ব্রাজিলকে হারিয়ে সাম্বা ম্যাজিক রুখে দিল জাপান (japan national football team vs brazil national football team lineups)। 

দুরন্ত জয় ছিনিয়ে নেয় জাপান

নিঃসন্দেহে টানটান উত্তেজনার এই ম্যাচকে উপভোগ করলেন মাঠে উপস্থিত দর্শকরা। ঘরের মাঠে পিছিয়ে পড়েও লড়াইতে ফিরে এল জাপান এবং ৩-২ গোলে জয় ছিনিয়ে নিল। তবে খেলার প্রথমার্ধের ২৬ মিনিটে ব্রাজিলের হয়ে গোল করেন পাওলো হেনরিক এবং ৩২ মিনিটে গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। স্বাভাবিকভাবেই, ব্রাজিল ২-০ ব্যবধানে ম্যাচে এগিয়ে যায়। 

Scroll to load tweet…

কিন্তু দ্বিতীয়ার্ধে সবাইকে চমকে দিয়ে জাপান লড়াইতে ফেরৎ আসে। ম্যাচের ৫২ মিনিটে, জাপানের হয়ে গোল করেন তাকুমি মিনামিনো। মাঝমাঠ এবং আক্রমণভাগের দখল নিয়ে তারপর ম্যাচের ৬২ মিনিটে, কেইতো নাকামুরার অনবদ্য গোল করে সমতা ফেরায় জাপান। 

দুর্দান্ত ফুটবল উপহার দিলেন নাকামুরারা

ম্যাচের ফলাফল তখন ২-২। তবে সেখানেই শেষ নয়। ম্যাচের ৭১ মিনিটে, আয়াশে উয়েদার জয়সূচক গোলের সুবাদে দুরন্ত জয় ছিনিয়ে নেয় জাপান। কার্যত, ঐতিহাসিক মুহূর্ত জাপান ফুটবলের জন্য। ধারাবাহিক ফুটবলের মানোন্নয়ন ঘটেছে এই দেশে। আর সেই জন্যই এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী দেশ তারা। 

Scroll to load tweet…

সেটাই আরও একবার প্রমাণিত হল। ঘরের মাঠে ভরা গ্যালারির সামনে দুর্দান্ত ফুটবল উপহার দিলেন নাকামুরারা। ফুটবল মানেই গায়ে কাঁটা দেওয়া মুহূর্ত। আর জাপান যেন সবুজ গালিচায় রীতিমতো ফুল ফোঁটাল। অসাধারণ পাসিং, মাঝমাঠ দক্ষতা এবং অনবদ্য গোলে তাক লাগিয়ে দিল। 

সবথেকে বড় বিষয়, যে সময় মনে হচ্ছিল, জাপান কি পারবে? ঠিক সেই সময়েই, জ্বলে উঠল জাপান। ব্রাজিলের বিরুদ্ধে অনবদ্য জয় ছিনিয়ে নিল তারা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।