সংক্ষিপ্ত

শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে আবেগ-উত্তেজনা চরমে।

প্রথমবার কলকাতা ডার্বিতে ২ দল মিলিয়ে ১২ জন বিদেশি ফুটবলার খেলতে নামছেন। ইস্টবেঙ্গলে আছেন ক্লেইটন সিলভা, হেভিয়ের সিভেরিও টোরো, সল ক্রেসপো, বোরহা হেরেরা, হিজাজি মাহের ও হোসে অ্যান্টনিও পার্দো লুকাস। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলছেন জেসন কামিংস, আর্মান্দো সাদিকু, দিমিত্রি পেট্রাটস, হুগো বুমোস, ব্রেন্ডন হ্যামিল ও হেক্টর ইয়ুস্তে। সৌভিক চক্রবর্তীকে যদি প্রথম একাদশে রাখা না হয়, তাহলে বাঙালি ফুটবলার ছাড়াই বড় ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে থাকতে পারেন রাজ বাসফোর। ফলে বাঙালির আবেগের বড় ম্যাচ নিয়ে সদস্য-সমর্থকদের মধ্যে যতই আবেগ থাকুক না কেন, সবই মাঠের বাইরে। মাঠে ৯০ মিনিট ২ দলের হয়ে লড়াই করবেন বিদেশি ফুটবলাররাই। কলকাতা ডার্বিতে বাঙালির ভূমিকা মূলত দর্শকের।

কলিঙ্গ সুপার কাপে শুক্রবার কার্যত কোয়ার্টার ফাইনাল

কলিঙ্গ সুপার কাপের ফর্ম্যাট অনুযায়ী সব গ্রুপের সেরা দল সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে। ইস্টবেঙ্গলমোহনবাগান সুপার জায়ান্ট প্রথম ২ ম্যাচ জিতে পয়েন্টের বিচারে একই জায়গায়। ২ দলের গোল পার্থক্যও সমান। কিন্তু বেশি গোল করায় সামান্য এগিয়ে লাল-হলুদ। ফলে শুক্রবারের ম্যাচ ড্র হলেই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে কার্লেস কুয়াদ্রাতের দল। অন্যদিকে, সেমি-ফাইনাল খেলতে হলে সবুজ-মেরুনের জয় ছাড়া উপায় নেই। ফলে মোহনবাগান সুপার জায়ান্টেরই জেতার তাগিদ বেশি। যদিও ইস্টবেঙ্গলের কোচ-ফুটবলাররা বলছেন, তাঁরা ড্র করার কথা ভেবে মাঠে নামবেন না। এই ম্যাচ জেতাই লাল-হলুদের লক্ষ্য।

রক্ষণ নিয়ে চিন্তা

কলিঙ্গ সুপার কাপে প্রথম ২ ম্যাচেই গোল হজম করেছে লাল-হলুদ ও সবুজ-মেরুন। ২ দলেরই রক্ষণ নিয়ে চিন্তা রয়েছে। হিজাজি-পার্দো ও হ্যামিল-ইয়ুস্তে জুটির পারফরম্যান্সের উপরেই কলকাতা ডার্বির ফল নির্ভর করছে। গোলের জন্য ক্লেইটনের দিকে তাকিয়ে ইস্টবেঙ্গলমোহনবাগান সুপার জায়ান্টের ভরসা কামিংস, পেট্রাটস, সাদিকু, বুমোস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Uzbekistan: এএফসি এশিয়ান কাপে উজবেকিস্তানের বিরুদ্ধে লড়াই করেও হার ভারতের

Kolkata Derby: ড্রয়ের কথা ভাবলে চলবে না, বার্তা কুয়াদ্রাতের, সমর্থকদের জন্য ডার্বি জিততে চান ক্লেইটন

Kolkata Derby: কোচ হিসেবে প্রথম কলকাতা ডার্বি জয়ই লক্ষ্য, দলকে তৈরি করছেন ক্লিফোর্ড মিরান্ডা