সংক্ষিপ্ত
স্টেডিয়ামের বাইরে প্রতিবাদ করার অনুমতিও দেওয়া হয়নি।
কেরালা ব্লাস্টার্স দলের বিরুদ্ধে প্রতিবাদ নিষিদ্ধ করেছে পুলিশ। কেরালা ব্লাস্টার্স ফ্যান ক্লাবের সমস্ত প্রতিবাদ কর্মসূচিকেই পুলিশ নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। এমনকি, প্রতিবাদকারীদের আটক করার হুমকিও দেওয়া হয়েছে। বিকেল ৫:৩০ মিনিটে, প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন সমর্থকরা। কিন্তু পরে প্রতিবাদ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এদিকে এই প্রতিবাদে অংশগ্রহণ করলে আটক করা হবে বলেও পুলিশ হুমকি দেয়।
শুধু তাই নয়, স্টেডিয়ামের বাইরে প্রতিবাদ করার অনুমতিও দেওয়া হয়নি। ধারাবাহিকভাবে হারছে দল। তাই টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে সমর্থকদের এই প্রতিবাদ। দর্শক কম থাকলেই ম্যানেজমেন্ট শিক্ষা নেবে বলে মনে করেন সমর্থকরা। বর্তমানে ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ব্লাস্টার্সরা। প্লে-অফে খেলা ব্লাস্টার্সের পক্ষে কার্যত কঠিন হয়ে পড়েছে।
আর এরই মাঝে কালুর স্টেডিয়াম আরও খারাপ হয়ে গেছে। গিনেস রেকর্ডের অনুষ্ঠানের পরেই, মাঠ খারাপ হয়ে গেছে বলে ব্লাস্টার্স নিজেদের সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে। খারাপ মাঠকে ম্যাচের জন্য উপযুক্ত করে তোলার চেষ্টা চলছে। নৃত্যানুষ্ঠানের জন্য প্রায় দশ হাজার লোক মাঠে প্রবেশ করেছিল এবং যানবাহন চলাচল করেছিল। যার ফলে, মাঠ আরও খারাপ হয়ে গেছে।
যদিও নৃত্যানুষ্ঠানের জন্য কেরালা ব্লাস্টার্স অনুমতি দিয়েছিল। তবে শর্ত ছিল যে, ম্যাচের স্থানকে নিরাপদ থাকতে হবে। কিন্তু ম্যাচের আগে স্টেডিয়াম প্রস্তুত করে সুপার লিগ কর্তৃপক্ষকে হস্তান্তর করার প্রস্তুতি নিচ্ছে ক্লাব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।