- Home
- Sports
- Football
- Cristiano Ronaldo: ফের ব্যালন ডি'অর জিতছেন মেসি? জল্পনা শুনে কী প্রতিক্রিয়া রোনাল্ডোর?
Cristiano Ronaldo: ফের ব্যালন ডি'অর জিতছেন মেসি? জল্পনা শুনে কী প্রতিক্রিয়া রোনাল্ডোর?
- FB
- TW
- Linkdin
এবারের ব্যালন ডি'অর ঘোষণার আগেই লিওনেল মেসির নাম নিয়ে জল্পনায় ক্ষুব্ধ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
লিওনেল মেসি অষ্টমবার ব্যালন ডি'অর জিতবেন বলে জল্পনা শুরু হয়েছে। সে কথা কানে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও। তিনি এই জল্পনায় প্রচণ্ড ক্ষুব্ধ।
এখনও পর্যন্ত ৫ বার ব্যালন ডি'অর জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ২ ধাপ এগিয়ে লিওনেল মেসি
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ৭ বার ব্যালন ডি'অর জিতেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৫ বার বিশ্বসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।
এবারের ব্যালন ডি'অর জেতার প্রাথমিক তালিকাতেও জায়গা পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
এবার ব্যালন ডি'অরের জন্য মনোনীত ৩০ জনের তালিকাতেই নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই কারণেই তিনি ক্ষুব্ধ ও হতাশ।
দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ব্যালন ডি'অরের পাশাপাশি দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড জেতার লড়াইয়েও আছেন লিওনেল মেসি। কোনও খেতাব জেতার লড়াইয়েই নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ব্যালন ডি'অর প্রদানকারীরা মিথ্যা বলছেন, দাবি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
লিওনেল মেসির ব্যালন ডি'অর জেতার সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে গিয়ে এই পুরস্কার প্রদানকারীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার আগে লিওনেল মেসির চেয়ে বেশি ব্যালন ডি'অর জিততে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ফ্রান্স ফুটবল পত্রিকার সম্পাদক পাস্কাল ফেরে জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁকে বলেছেন, অবসর নেওয়ার আগে লিওনেল মেসির চেয়ে বেশি ব্যালন ডি'অর জেতাই তাঁর স্বপ্ন।
২০২৪ সালের ইউরো কাপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে বড় প্রতিযোগিতা জেতার শেষ সুযোগ
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পক্ষে ২০২৬ সালের বিশ্বকাপে খেলা সম্ভব হবে কি না স্পষ্ট নয়। তবে তিনি ২০২৪ সালের ইউরো কাপে খেলবেন। এই টুর্নামেন্টে পর্তুগালকে চ্যাম্পিয়ন করাই রোনাল্ডোর লক্ষ্য।
২০২১ সালে শেষবার ব্যালন ডি'অর জিতেছিলেন লিওনেল মেসি, সেবারও ক্ষুব্ধ হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
২০২১ সালে রবার্ট লেওয়ানডস্কিকে হারিয়ে ব্যালন ডি'অর জেতেন লিওনেল মেসি। তাঁর নাম ঘোষণা হতেই ক্ষোভপ্রকাশ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
পর্তুগালকে ২০১৬ সালে ইউরো কাপ চ্যাম্পিয়ন করলেও, বিশ্বকাপ জিততে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের বিচারে লিওনেল মেসির চেয়ে পিছিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি অবসর নেওয়ার আগে বিশ্বকাপ জিততে চান।
কাতার বিশ্বকাপে কোচ ফার্নান্ডো স্যান্টোসের রোষে পড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
কাতার বিশ্বকাপের নকআউট পর্যায়ে কোনও ম্যাচেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশে রাখেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ঘটনা নিয়ে তীব্র বিতর্ক হয়।