Lionel Messi: মেজর লিগ সকারে তাঁর পা থেকে একাধিক গোল আসে এবং এখন মরশুম শেষ করে লিওনেল মেসি আপাতত বিশ্রামে। ইন্টার মায়ামির খেলা আবার শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে।
Lionel Messi: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক, ফুটবলের ম্যাজিশিয়ান তথা কিংবদন্তি লিওনেল মেসি কি এবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবেন (lionel messi liverpool transfer rumors)? হটাৎই এইরকম একটি সম্ভাবনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, লোনে মেসিকে দলে নিতে আগ্রহী ইপিএল-এর অন্যতম সেরা ক্লাব লিভারপুল (the beckham rule football)।
মেসি আসছেন লিভারপুলে?
প্রসঙ্গত, মেজর লিগ সকারে তাঁর পা থেকে একাধিক গোল আসে এবং এখন মরশুম শেষ করে লিওনেল মেসি আপাতত বিশ্রামে। ইন্টার মায়ামির খেলা আবার শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে। এবার এই সময়ের মধ্যে 'বেকহ্যাম রুল' অনুযায়ী, মেসিকে প্রিমিয়ার লিগে আনার চেষ্টা করছে বর্তমান চ্যাম্পিয়ন দল লিভারপুল এফসি।
এমনিতে ২০২৬ সাল হল বিশ্বকাপের বছর। ফলে, মেসি খুব বেশিদিন মাঠের বাইরে থাকতে চাইবেন না। এই সুযোগটিকেই এবার কাজে লাগাতে চাইছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। উল্লেখ্য, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলে মেসির সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও লিভারপুলে খেলেন। অন্যদিকে, মেজর লিগ সকারের বিরতির সময় ইউরোপীয় লিগে খেলাটাই হল বেকহ্যাম রুল।
‘বেকহ্যাম রুল' কাজে লাগাতে চাইছে লিভারপুল?
আমেরিকান লিগের দল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির ফুটবলার থাকাকালীন ডেভিড বেকহ্যাম একবার বিরতিতে ইতালীয় ক্লাব এসি মিলানের হয়ে দুটি মরশুমে খেলেন। এটিই পরবর্তীকালে ‘বেকহ্যাম রুল' নামে পরিচিত হয়ে যায়।
লিভারপুল ম্যানেজমেন্ট আশা করছে, চার বা পাঁচ সপ্তাহের জন্য মেসি দলে থাকলে খেলা এবং সমর্থকদের সমর্থনে বড় পরিবর্তন আসবে। আপাতত ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। ‘বেকহ্যাম রুল' অনুযায়ী, মেসিকে ক্যাম্প ন্যুতে ফেরানোর চেষ্টা করে বার্সেলোনাও। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। দক্ষিণ কোরিয়ার তারকা হিউং-মিন সনও ‘বেকহ্যাম রুল' অনুযায়ী, তাঁর প্রাক্তন ক্লাব টটেনহ্যামে ফিরতে পারেন বলে খবর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

