Manchester United: ক্লাবের বিরুদ্ধে বিরুপ মনোভাব নেওয়ার জেরেই ছাঁটাই হতে হল পর্তুগিজ় এই কোচকে। উল্লেখ্য, লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ড্রয়ের পর ক্লাবের বিরুদ্ধে কিছু মন্তব্য করেন রুবেন। ঠিক সেই কারণেই, তাঁকে সরিয়ে দেওয়া হল বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।

Manchester United: বরখাস্ত হেড কোচ। মাত্র ১৪ মাসেই হেড কোচকে ছাঁটাই করল ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (manchester united coach news)।রুবেন আমোরিমকে সরিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টিম ম্যানেজমেন্ট (manchester united coach sacked)। 

মূলত, ক্লাবের বিরুদ্ধে বিরুপ মনোভাব নেওয়ার জেরেই ছাঁটাই হতে হল পর্তুগিজ় এই কোচকে। উল্লেখ্য, লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ড্রয়ের পর ক্লাবের বিরুদ্ধে কিছু মন্তব্য করেন রুবেন। ঠিক সেই কারণেই, তাঁকে সরিয়ে দেওয়া হল বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। 

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ ছাঁটাই

আপাতত সিনিয়র দলের দায়িত্ব নেবেন অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচার। অর্থাৎ, নতুন বছরে চেলসির পর ইপিএল-এর আরও এক বড় দলের কোচকে চাকরি থেকে ছাঁটাই করা হল।

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বর মাসে, স্পোর্টিং লিসবন থেকে ইউনাইটেডের কোচ হয়ে আসেন রুবেন। তবে সাম্প্রতিক সময়ে, দলের খারাপ ফর্ম এবং পরিকল্পনা নিয়ে একগুঁয়েমির কারণেই সম্ভবত ছাঁটাই হতে হল তাঁকে। 

বিশেষ করে, দলের কোচকে নিয়ে একেবারেই খুশি ছিলেন না মালিক জিম র‌্যাটক্লিফ। এমনকি, এর আগে একবার আমোরিমের সঙ্গে বৈঠক করে তাঁকে কিছুটা বোঝানোরও চেষ্টা করেন তিনি। তবে তাতে কোনও লাভ হয়নি।

কী বলেন আমোরিম?

লিডসের বিরুদ্ধে হারের পর ম্যাঞ্চেস্টার কোচ জানান, "আমি এখানে ম্যাঞ্চেস্টারের ম্যানেজার হিসেবে এসেছি। আসলে হেড কোচ হিসেবে আসিনি। আমার কাজ ১৮ মাস পরেই শেষ হয়ে যাবে। তারপর সব আগের মতোই আবার এগিয়ে যাবে। যদি বোর্ড মনে করে, তাহলে আমাকে বদলে দিতে পারে। তবে আমি নিজে থেকে দায়িত্ব ছাড়ছি না।”

আর তারপরেই কোচ ছাঁটাইয়ের খবর সামনে এল। বরখাস্ত করা হল রুবেন আমোরিমকে। মাত্র ১৪ মাসেই হেড কোচকে ছাঁটাই করল ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রুবেন আমোরিমকে সরিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টিম ম্যানেজমেন্ট

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।