সংক্ষিপ্ত
পশ্চিমবঙ্গে ফুটবলের উন্নতিতে লা লিগা কর্তৃপক্ষের সাহায্য চাইতে স্পেন গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফর অত্যন্ত সফল হয়েছে।
স্পেনের তিকিতাকা ফুটবল বিশ্ববিখ্যাত। এবার বাংলার উঠতি ফুটবলাররাও হাতেকলমে তিকিতাকা শিক্ষা পেতে চলেছে। রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অ্যাকাডেমি গড়তে চলেছে লা লিগা কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই লা লিগা প্রেসিডেন্ট হেভিয়ার তেবাজের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পরেই তিনি জানান, বাংলার ফুটবলের উন্নতিতে সাহায্য করবে লা লিগা। সেই ঘোষণা অনুযায়ী এবার অ্যাকাডেমির জন্য মাঠ ঠিক হয়ে গেল। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে পরপর ২ বছর ডুরান্ড কাপের ম্যাচ হয়েছে। ফলে মাঠ তৈরি। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে হওয়ায় এই স্টেডিয়ামে যাতায়াত করাও সহজ। এখানে ভালো ড্রেসিংরুমও আছে। ফলে অ্যাকাডেমি তৈরি করতে কোনও সমস্যাই নেই। সেই কারণেই রাজ্য ক্রীড়া দফতর অ্যাকাডেমির জন্য কিশোর ভারতী ক্রীড়াঙ্গনকে বেছে নিয়েছে।
রাজ্য ক্রীড়া দফতর সূত্রে খবর, লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হওয়ার পরেই অ্যাকাডেমির জন্য মাঠ বাছাই করার কাজ শুরু হয়। এ বিষয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ রাখছিলেন মুখ্যমন্ত্রী। একাধিক মাঠ নিয়ে আলোচনার পর শেষপর্যন্ত কিশোর ভারতীকে বেছে নেওয়া হল। কিছুদিনের মধ্যেই লা লিগার প্রতিনিধিরা কলকাতায় আসছেন। তাঁরা কিশোর ভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করবেন। তারপরেই অ্যাকাডেমির চূড়ান্ত কাজ শুরু হবে।
বৃহস্পতিবার লা লিগা প্রেসিডেন্টের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামি-র কর্ণধার আদিত্য আগরওয়াল, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সচিব দেবাশিস দত্ত ও মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ইশতিয়াক আহমেদ। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, ‘আজ আমি স্পেনের লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে পশ্চিমবঙ্গের বিষয়ে বৈঠক করলাম। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন পর্ষদ ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে এই বৈঠক আয়োজন করা হয়। লা লিগা প্রেসিডেন্ট হেভিয়ার তেবাজ ও আমি পশ্চিমবঙ্গে ফুটবলের উন্নয়ন নিয়ে আলোচনা করলাম। এই আলোচনা খুব ভালো হয়েছে। এই বৈঠকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়া ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিংয়ের প্রতিনিধিরাও ছিলেন। বাংলার ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মনে হচ্ছে।’
লা লিগা প্রেসিডেন্ট বলেন, তিনি বাংলার ফুটবলপ্রেমের কথা জানেন। তাঁরা বাংলার ফুটবলের উন্নতিতে সাহায্য করবেন। ফুটবলের উন্নতির জন্য উদ্যোগ নেওয়ায় মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেন লা লিগা প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন, বাংলার ফুটবলের উন্নতিতে সাহায্য করতে পারবে লা লিগা।
আরও পড়ুন-
Mamata Banerjee: বাংলার ফুটবলের উন্নতিতে সাহায্য করবে লা লিগা, বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
Lionel Messi: ফের কলকাতায় আসছেন মেসি! মুখ্যমন্ত্রীর স্পেন সফরে বাড়ছে আশা
Mohun Bagan Supar Gaint : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা, সবুজ-মেরুন শিবিরে উচ্ছ্বাস