সংক্ষিপ্ত
Manchester Derby: এ যেন অনেকটা বিরিয়ানি খেতে দিয়ে মাংসের টুকরোটি তুলে নেওয়ার মতো ব্যাপার। ম্যাঞ্চেস্টার ডার্বি থেকে গেল গোলশূন্যই।
Manchester Derby: ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) ফিরতি পর্বের খেলায়, ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ম্যাঞ্চেস্টার সিটি (Manchester United vs Manchester City)। হাইভোল্টেজ সেই ম্যাঞ্চেস্টার ডার্বি শেষপর্যন্ত ড্র হল। বলা ভালো, নিজেদের ঘরের মাঠে জিততে পারল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নিঃসন্দেহে নৈতিক জয় সিটির। কার্যত, গোলশূন্য ড্র।
ওদিকে প্রথম পর্বের ম্যাচে, এতিহাদ স্টেডিয়ামে গিয়ে জয় ছিনিয়ে এনেছিল ইউনাইটেড। কিন্তু ঘরের মাঠে তারা জিততে ব্যর্থ। আর্লিং হালান্ডের মতো ফুটবলার না থাকার অভাব অবশ্য কিছুটা বুঝতে পারল ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল দল। উল্টোদিকে গোল করার মতো ফুটবলারের অভাব দেখা গেল ইউনাইটেডেও।
এদিন ম্যাচের শুরুতেই হলুদ কার্ড দেখেন ম্যাঞ্চেস্টার সিটির রুবেন দিয়াজ। পিছন থেকে আলেজান্দ্রো গারনাচোকে ফাউল করে বসেন তিনি। আর সঙ্গে সঙ্গে রেফারি ইউনাইটেডকে ফ্রিকিক দেন। যদিও পেনাল্টির আবেদন খারিজ করে দেন রেফারি ((Manchester United vs Manchester City Live)।
তবে হ্যাঁ, শুরু থেকে বেশ ভালোই খেলছিল ইউনাইটেড। বেশ কিছু সুযোগ অবশ্য তৈরি করেছিল তারা। কিন্তু গোল আসেনি। অন্যদিকে, নিজের শেষ ম্যাঞ্চেস্টার ডার্বি খেলতে নেমেছিলেন কেভিন ডি ব্রুয়েনা। তাই এই ম্যাচে তাঁকেই অধিনায়ক করা হয়েছিল দলের তরফ থেকে। ওদিকে খেলার ২০ মিনিটে, সহজ একটি সুযোগ নষ্ট করে ইউনাইটেড। গারনাচো পাস এসে পৌঁছয় দিয়েগো দালোতের কাছে। কিন্তু বক্সে পাঠানো দালোতের ক্রস হেড করতে পারেননি ম্যানুয়েল উগার্তে (Manchester United vs Manchester City Highlights)।
এরপর সুযোগ নষ্ট করেন প্যাট্রিক দোরগু। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার হলুদ কার্ড দেখে বসেন বার্নার্ডো সিলভা। খেলার, ৭০ মিনিটের মাথায়, উগার্তের শট কয়েক ইঞ্চির জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। নাহলে বিপদ হতে পারত। শেষের দিকে গোলের লক্ষ্যে দুই দলেই একাধিক পরিবর্তন আসে। কিন্তু আদতে নির্বিষ ফুটবলে কোনও দলই গোল করতে পারেনি। শেষপর্যন্ত, ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।