Messi in Kolkata: রবিবার, কমিটির সদস্যরা মাঠ এবং গ্যালারির বেশ কিছু জায়গা ঘুরে দেখেছেন। তা নিয়েই এবার সাংবাদিক বৈঠক করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়।

Messi in Kolkata: যুবভারতীকাণ্ডে এবার রিপোর্ট পেশ করল তদন্ত কমিটি (messi in kolkata)। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে ইতিমধ্যেই যুবভারতীকাণ্ডের তদন্ত শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া বিশেষ কমিটি (messi india tour)। 

‘সিট’ গঠন করে তদন্তের পরামর্শ

রবিবার, সেই কমিটির সদস্যরা মাঠ এবং গ্যালারির বেশ কিছু জায়গা ঘুরে দেখেছেন। তা নিয়েই এবার সাংবাদিক বৈঠক করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। তিনি জানালেন, লিওনেল মেসির সফরের দিন কারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তা সরেজমিনে জানতে চাওয়া হয়েছে। সেইসঙ্গে, ‘সিট’ গঠন করে তদন্তের পরামর্শ দেওয়া হয়েছে যুবভারতীর এই ঘটনার।

তাঁর কথায়, "মাঠে খাবার এবং জলের বোতল ঢুকল কীভাবে? সাধারণত, মাঠের ভিতরে তো জলের বোতল ঢুকতে দেওয়া হয় না। কিন্তু মাঠের মধ্যে অসংখ্য ভাঙা চেয়ার, ভাঙা গেট, জল এবং ঠান্ডা পানীয়র বোতল পড়ে থাকতে দেখা গেছে। আমরা দায়িত্বপ্রাপ্তদের এই বিষয়ে প্রশ্ন করে জানতে পেরেছি, স্টেডিয়ামের ভিতরে বেশ কয়েকটি স্টল ছিল। তবে এখনও সবটা তদন্তসাপেক্ষ একটা বিষয়। আমরা প্রাথমিক ভাবে মনে করছি, সেইদিন যারা দায়িত্বে ছিলেন, এটা তাদের দেখা উচিত ছিল। তাই আমরা সরকারকে বলেছি, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক।’’

পুলিশ বা ক্রীড়া দফতরের তরফ থেকে কারা কারা দায়িত্বে ছিলেন?

সোমবার রাতেই, যুবভারতীকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা পড়েছে। কমিটির সদস্যদের মতে, মেসির কলকাতা সফরের বিষয়টি দেখভালের দায়িত্বে ছিল পুলিশ এবং ক্রীড়া দফতর। তাই তারা কোনওভাবেই এইসব দায়িত্ব এড়িয়ে যেতে পারেনা। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তাদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়টি নিয়ে রিপোর্ট জমা দিতে হবে। এমনকি, সেই ঘটনার দিন পুলিশ বা ক্রীড়া দফতরের তরফ থেকে কারা কারা দায়িত্বে ছিলেন, এই সফর নিয়ে আগে থেকে কী কী পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার সবটা জানতে চাওয়া হয়েছে ঐ রিপোর্টে।

পাশাপাশি গোটা ঘটনায় এবার সিট গঠন করে তদন্ত হবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।