Messi in Delhi: মেসিকে উপহার দেওয়া হল আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট এবং ভারতীয় ক্রিকেট দলের জার্সি। তবে ‘এলএম১০' সবথেকে বেশি খুশি হয়েছেন মিনার্ভা অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে।
Messi in Delhi: দিল্লীতেও মেসি ম্যাজিক অব্যাহত। ঠিক ৩৫ মিনিটের মেগা ইভেন্ট এবং মন জয় করে নিলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র তথা ম্যাজিশিয়ান লিওনেল মেসি (messi in delhi)। তাঁর সঙ্গে তখন আরও দুই তারকা। লুই সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল (messi delhi)।
ভীষণ খুশি মেসি
মেসিকে উপহার দেওয়া হল আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট এবং ভারতীয় ক্রিকেট দলের জার্সি। তবে ‘এলএম১০' সবথেকে বেশি খুশি হয়েছেন মিনার্ভা অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে।
স্টেডিয়ামে প্রবেশ করেই সোমবার, প্রদর্শনী ম্যাচ খেলা দুই দলের ফুটবলারদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মেসি। এরপর ছবি তোলেন এবং তারপর গ্যালারির দিকে গিয়ে ফুটবলপ্রেমীদের অভিননন্দন গ্রহণ করতে থাকেন। সেই সময়, বেশ বড় বড় শটে মেসি, সুয়ারেজ় এবং ডি’পল গ্যালারিতে পাঠিয়ে দিলেন বেশ কয়েকটি বল।
তারপর সোজা খুদে ফুটবলারের মাঝখানে তারা। তাদের সঙ্গে ফুটবল খেললেন বিশ্বের অন্যতম তিন তারকা। এই সময়, মেসি সবচেয়ে খুশি, হাসছিলেন তিনি। এমনকি, খুদে ফুটবলারদের টাচ দেখে প্রশংসাও করলেন লিও। তারপর ছবি এবং সইয়ের আবদার মিটিয়ে আবার হাঁটা।
বিশেষ জার্সি উপহার দেন জয় শাহ
তখন গ্যালারিতে আরও কিছু বল পাঠালেন। তারপর আবার এক দল খুদে ফুটবলারের সঙ্গে তিনি মেতে গেলেন। এরপর মেসির হাতে তুলে দেওয়া হয় আগামী টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ভারত বনাম আমেরিকা ম্যাচের টিকিট। সেইসঙ্গে, ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সই করা ব্যাটও তুলে দেওয়া হয় মেসির হাতে। মেসি, সুয়ারেজ় এবং ডি’পলের নাম ও নম্বর লেখা ভারতীয় ক্রিকেট দলের বিশেষ জার্সি উপহার দেন জয় শাহ।
এই সময়, মঞ্চে আসেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি বাইচুং ভুটিয়া। তিনজন ফুটবলারের সঙ্গে সৌজন্য বিনিয়ম করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। তারপর অনুষ্ঠানের পর, বক্তব্য রাখেন মেসি। ফুটবলপ্রেমীদের ধন্যবাদ জানান ফুটবলের রাজপুত্র।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।