GOAT India Tour: ভারত সফর সেরে ফিরে গিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু কলকাতায় তাঁর সফরের সময় যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা নিয়ে এখনও বিশ্বজুড়ে বিতর্ক চলছে। এরই মধ্যে সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মন্তব্যে বিতর্ক বেড়েছে।

DID YOU
KNOW
?
কলকাতার ঘটনায় তদন্ত
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার জন্য প্রধান উদ্যোক্তা লিওনেল মেসিকে গ্রেফতার করা হয়েছে।

Lionel Messi GOAT India Tour: শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার যাবতীয় দায় লিওনেল মেসির উপরেই চাপালেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। স্পোর্টস্টার পত্রিকায় নিজের কলমে তিনি লিখেছেন, ‘যিনি চুক্তি অনুযায়ী নিজের কাজ করতে ব্যর্থ হয়েছেন, তাঁকে ছাড়া বাকি সবাইকে দায়ী করা হচ্ছে। তাঁর সঙ্গে কী চুক্তি হয়েছিল, তা প্রকাশ্যে আসেনি। কিন্তু তাঁর যদি ওখানে এক ঘণ্টা থাকার কথা ছিল এবং তিনি তার অনেক আগেই সেখান থেকে চলে গিয়ে থাকেন, তাহলে তিনি ও তাঁর দলই আসল দোষী।’ যুবভারতীতে মেসির নিরাপত্তা নিয়ে কোনও আশঙ্কা ছিল না বলেও দাবি করেছেন গাভাসকর। তিনি লিখেছেন, ‘হ্যাঁ, তাঁকে ঘিরে ছিলেন রাজনীতিবিদ ও তথাকথিত ভিআইপি-রা। কিন্তু তাঁর ও তাঁর দলের নিরাপত্তা নিয়ে কোনও আশঙ্কা ছিল না।’

'মেসি মাঠে থাকলেই পরিস্থিতি স্বাভাবিক থাকত'

গাভাসকর আরও লিখেছেন, ‘তাঁর কি সারা স্টেডিয়ামে ঘোরার কথা ছিল বা পেনাল্টি কিক নেওয়ার মতো কিছু করার কথা ছিল? যদি দ্বিতীয় সম্ভাবনা থাকত, তাহলে যাঁরা তাঁকে ঘিরে ছিলেন, তাঁদের স্বাভাবিকভাবেই সরে যেতে হত। তখন যে দর্শকরা তাঁদের নায়ককে দেখতে এসেছিলেন, তাঁরা দেখতে পেতেন।’

সংগঠকদের দোষ দেখছেন না গাভাসকর

যুবভারতীতে গোলমালের জন্য প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে (Satadru Dutta) গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তাঁর দোষ দেখছেন না গাভাসকর। হায়দরাবাদ (Hyderabad), মুম্বই (Mumbai), দিল্লিতে (Delhi) মেসির অনুষ্ঠান ভালোভাবে হওয়া প্রসঙ্গে তাঁর দাবি, 'অন্য শহরগুলিতে অনুষ্ঠান ভালোভাবে হয়েছে। কারণ, সেখানে দায়বদ্ধতা পূরণ করা হয়েছে। তাই কলকাতায় এক ভারতীয়কে দোষ দেওয়ার আগে দেখে নেওয়া উচিত যে দু'পক্ষের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী কাজ হয়েছিল কি না।' গাভাসকর মেসির উপর যাবতীয় দায় চাপালেও, পুলিশ সংঠকদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে। শতদ্রু ছাড়াও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।