Lionel Messi: দ্বিতীয়বার ভারত সফরে এসে বিভিন্ন শহর ঘুরে আপ্লুত বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তিনি ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য শুভেচ্ছাবার্তা দিয়ে গিয়েছেন। তাঁর আশা, এই সফরের মাধ্যমে ভারতে ফুটবলের প্রসার ঘটবে।

DID YOU
KNOW
?
যুবভারতীতে বিশৃঙ্খলা
লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা হয়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Lionel Messi GOAT India Tour: ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে আশা প্রকাশ করলেন লিওনেল মেসি। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভারত সফর নিয়ে এক ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওর শুরুতেই কলকাতার লেকটাউনে বিশাল মূর্তি উদ্বোধনের দৃশ্য দেখা যাচ্ছে। এছাড়া কলকাতায় সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) সঙ্গে ছবি তোলার দৃশ্যও দেখা যাচ্ছে। এরপর হায়দরাবাদ (Hyderabad), মুম্বই (Mumbai) ও দিল্লিতে (Delhi) বিভিন্ন স্টেডিয়ামের দৃশ্য দেখা যাচ্ছে। শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, গ্যালারিতে দর্শকদের দিকে শট মেরে বল পাঠিয়ে দেওয়া, শিশুদের সঙ্গে বল দেওয়া-নেওয়া, সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে জার্সি বিনিময়ের দৃশ্যও দেখা যাচ্ছে। এই ভিডিওতে মেসি লিখেছেন, 'নমস্কার ভারত। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় অবিশ্বাস্য সফর করলাম। উষ্ণ অভ্যর্থনা, দুর্দান্ত আতিথেয়তা এবং আমার সফর চলাকালীন ভালোবাসার যাবতীয় ভঙ্গিমা প্রকাশের জন্য ধন্যবাদ। আমার আশা, ভারতে ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল।'

জামনগরে সফর শেষ মেসির

গত শুক্রবার গভীর রাতে দ্বিতীয়বার ভারত সফরে প্রথমে কলকাতায় আসেন মেসি। এরপর শনিবার দুপুরে কলকাতা থেকে তিনি হায়দরাবাদে যান। সেখানে রাত কাটানোর পর রবিবার মুম্বইয়ে যান। সোমবার দিল্লি পৌঁছন এই মহাতারকা। এরপর জামনগরে তাঁর এবারের ভারত সফর শেষ হয়। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) চরম বিশৃঙ্খলা, ভাঙচুর, লুটপাট হলেও, অন্য কোনও শহরে মেসির সফর চলাকালীন কোনও সমস্যা হয়নি। কলকাতা বাদ দিয়ে 'গোট ট্যুর' ভালোভাবেই মিটেছে। মেসি ভবিষ্যতে ফের ভারত আসার ইচ্ছা প্রকাশ করেছেন।

View post on Instagram

মেসির ছায়ায় ঢাকা সুয়ারেজ-ডে পল

মেসির সঙ্গেই ভারত সফরে এসেছিলেন ইন্টার মায়ামিতে (Inter Miami CF) তাঁর সতীর্থ লুই সুয়ারেজ (Luis Suárez) ও রডরিগো ডে পল (Rodrigo De Paul)। কিন্তু তাঁদের নিয়ে তেমন কোনও আলোচনা হয়নি। এই দুই তারকা মেসির ছায়ায় ঢাকা পড়ে যান। যাবতীয় প্রচার মেসিকে ঘিরেই ছিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।