- Home
- Sports
- Football
- 'দ্রোহের কার্নিভালের' পর কি এবার 'দ্রোহের ডার্বি'? শনিবারের বড় ম্যাচে দেখা যাবে অভিনব প্রতিবাদ!
'দ্রোহের কার্নিভালের' পর কি এবার 'দ্রোহের ডার্বি'? শনিবারের বড় ম্যাচে দেখা যাবে অভিনব প্রতিবাদ!
- FB
- TW
- Linkdin
উল্লেখ্য, শনিবার আইএসএল-এর (ISL) মেগা ডার্বি
মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)।
মহামেডান ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাসী মোহনবাগান (Mohun Bagan)
ফলে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অনেকটাই এগিয়ে থেকে খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড।
ওদিকে আবার পরপর চার ম্যাচে হেরেছে ইস্টবেঙ্গল (East Bengal)
স্বভাবতই, ডার্বির আগে বেজায় চাপে লাল হলুদ ব্রিগেড।
এবার এই মেগা ডার্বিই সম্ভবত ‘দ্রোহের ডার্বি’ হতে চলেছে
কারণ, আসন্ন বড় ম্যাচেও প্রতিবাদের ডাক দিয়েছেন দুই প্রধানের সমর্থকরা। প্রসঙ্গত, এর আগেও ‘তিলোত্তমা’-র বিচারের দাবিতে রাস্তায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা গেছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের (Supporters)।
কার্যত ইতিহাস তৈরি হয়ে যায় কলকাতায় (Kolkata)
ডুরান্ড কাপের ডার্বি যেদিন বাতিল হয়ে যায়, সেদিন প্রতিবাদে নামেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা। তাদের সঙ্গে ছিলেন মহামেডান সমর্থকরাও। যে আগুন ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। সেই রেশ যে এখনও কাটেনি, তা কার্যত পরিষ্কার।
আর এবার ফের একবার প্রতিবাদের (Protest) ডাক দিলেন তারা
‘তিলোত্তমা’-র পাশে ময়দান সহ একাধিক সংগঠনের ডাকে এবার এই প্রতিবাদের ডাক দেওয়া হল।
‘তিলোত্তমা’-র জন্য মানববন্ধন (Human Chain)
উদ্যোগ নিয়েছেন মোহন-ইস্ট জনতা। ম্যাচের দিন যুবভারতী ক্রীড়াঙ্গন সহ কাদাপাড়া, রুবি এবং বিল্ডিং মোড়ে এই কর্মসূচি হওয়ার কথা রয়েছে।
মাথায় থাকবে কালো কাপড়
দুই দলের সমর্থকদের গ্যালারি আলাদা। কিন্তু ‘তিলোত্তমা’-র বিচারের দাবিতে এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সংহতি জানিয়ে তারা লড়বেন একসাথেই। মাথায় কালো কাপড় বেঁধে খেলা দেখবেন তারা।
সবমিলিয়ে, আরও একবার ইতিহাস তৈরি হতে চলেছে কলকাতায় (Kolkata)
মোহন-ইস্ট জনতা প্রতিবাদ জানাবে বিচারের দাবিতে।
ডার্বি শুরু সন্ধ্যে ৭.৩০ মিনিটে
১৯ অক্টোবর, শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে