Mohun Bagan CFL 2025: ডার্বির আগে জয় দরকার ছিল। আর সেটাই হল। কালীঘাট এমএস-কে হারিয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড।
Mohun Bagan CFL 2025: কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে জয় মোহনবাগানের। এই ম্যাচে নামার আগে গোটা দলের লক্ষ্য ছিল, কালীঘাটকে হারিয়ে আত্মবিশ্বাস ধরে রাখা। আর তা করে দেখাল সবুজ মেরুন ব্রিগেড। কালীঘাট এমএস-কে ২-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান (calcutta football league 2025)।
ডার্বির আগে জয় দরকার ছিল। আর সেটাই হল। কালীঘাট এমএস-কে হারিয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড (calcutta football league live)। বুধবার, কল্যাণী স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণে উঠতে শুরু করে মোহনবাগান। ম্যাচের ৩ মিনিটে, গোল করে দলকে এগিয়ে দেন পাসাং দোরজি তামাং। সেই গোলে লিড নেওয়ার পর, আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা। তবে ম্যাচের ১৮ মিনিটে, খেলার গতির বিপরীতে দূরপাল্লার শটে গোল করে সমতা ফেরান কালীঘাটের হয়ে সমতা ফেরান সুরজিৎ হালদার।
সেই গোলের পর, কিছুটা খেলায় ফিরে আসে কালীঘাট
প্রথমার্ধে কালীঘাটের নাসিরুদ্দিন মোল্লা বেশ ভালো ফুটবল উপহার দেন। শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়েই। এরপর দ্বিতীয়ার্ধে গোল করার জন্য রীতিমতো ঝাঁপাতে শুরু করে মোহনবাগান। খেলার ৫৫ মিনিটে, গোলের সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে যায়। কিন্তু ম্যাচের ৬৪ মিনিটে, কোনও ভুল করেননি করণ রাই। গোল করে সবুজ মেরুন ব্রিগেডকে এগিয়ে দেন তিনি। কিন্তু এরপর আর গোল করতে পারেনি কালীঘাট। শেষ অবধি ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে মোহনবাগান।
আর এই জয়ের সুবাদে এই মুহূর্তে লিগ টেবিলের ৩ নম্বরে রয়েছে মোহনবাগান। তাদের পয়েন্ট ৫ ম্যাচ খেলে ১০। অন্যদিকে, ইস্টবেঙ্গল রয়েছে ৮ নম্বরে। ৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫। এবার দুই দলের সামনে রয়েছে ডার্বি। আগামী শনিবার, কলকাতা লিগে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল।
তার আগেই কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে জয় পেল মোহনবাগান। কালীঘাটকে হারিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল তাদের। কালীঘাট এমএস-কে ২-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।