ACL 2: মোহনবাগানের নজরে এখন শুধুই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২, সামনে রভশন এফসি
লক্ষ্য এখন শুধুই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League 2)। বুধবার, অর্থাৎ ১৮ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি মোহনবাগান (Mohun Bagan) বনাম রভশন ফুটবল ক্লাব (Ravshan FC)।
18

Image Credit : X
এসিএল ২-এর লড়াই
গতবছর ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) শিল্ড জয়ের সুবাদে সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে খেলার ছাড়পত্র অর্জন করে নেয় মোহনবাগান।
28
Image Credit : SOCIAL MEDIA
ডুরান্ড কাপ ফাইনালে রক্ষণের ব্যর্থতায় হারতে হয়েছে বাগান শিবিরকে
অন্যদিকে, আইএসএল-এর প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দুই গোলে এগিয়ে থেকেও ড্র করেছে তারা।
38
Image Credit : SOCIAL MEDIA
আর এবার সোজা এএফসি-র ম্যাচ
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর খেলায় প্রতিপক্ষ তাজিকিস্তানের ফুটবল দল রভশন এফসি।
48
Image Credit : SOCIAL MEDIA
জোরকদমে চলছে অনুশীলন
আগের ম্যাচগুলি নিয়ে না ভেবে, মোহনবাগানের ফোকাস এখন শুধুই এসিএল ২।
58
Image Credit : SOCIAL MEDIA
সবুজ মেরুন কোচ মোলিনা কী জানালেন?
তাঁর কথায়, “প্রতিপক্ষকে বুঝে নিয়ে খেলায় বদল আনতে হয়। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলার পাশাপাশি গোল কম খাওয়ার চেষ্টা করব।”
68
Image Credit : social media
সেইসঙ্গে তিনি যোগ করেন
“আপাতত আমার ভাবনায় শুধুই রভশন ম্যাচ। আইএসএলে ফিরে গিয়ে তখন পরের প্রতিপক্ষ নিয়ে ভাবব।”
78
Image Credit : Mohun Bagan Super Giant/X
দলে রয়েছে পেত্রাতোসের মতো তারকা
যেকোনও সময়ে বদলে যেতে পারে ম্যাচের রঙ।
88
Image Credit : SOCIAL MEDIA
খেলা শুরু কখন?
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে, সন্ধ্যে ৭.৩০ মিনিটে শুরু হবে ম্যাচ।
Latest Videos