সংক্ষিপ্ত
Mohun Bagan ISL 2025: উত্তেজনার পারদ যেন ক্রমশই চড়ছে। আর তারই মাঝে উত্তাপ আরও বাড়িয়ে দিলেন মোহনবাগান (Mohun Bagan) কর্তা দেবাশিস দত্ত।
Mohun Bagan ISL 2025: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সোমবার, আইএসএল-এর (ISL 2024-25) হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি (Mohun Bagan vs Jamshedpur FC)। এটি হল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালের সেকেন্ড লেগ। উল্লেখ্য, প্রথম লেগের ম্যাচে জামশদপুরের ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত হয় মোহনবাগান। আর সেই ম্যাচে দলের হয়ে একমাত্র গোলটি করেন জেসন কামিংস (ISL 2024-25 live)।
কিন্তু হেরে গেলেও হাল ছাড়েননি তারা। দলের অন্যতম ভরসা দিমিত্রি পেত্রাতোস জানিয়েছেন, “এই হারের প্রতিশোধ আমরা মাঠে নেমেই নেবো। পরের ম্যাচে আমরা দেখিয়ে দেব যে, সমর্থকদের জন্য কী কী করতে পারি।”
ঠিক একই সুর শোনা গেছে মোহনবাগান কোচ মোলিনার গলাতেও। তাঁর কথায়, “সেকেন্ড লেগের ম্যাচে আরও ভালো খেলবে দল। আর সেই কাজটা একেবারেই কঠিন নয় ছেলেদের জন্য। ফাইনালে ওঠার বিষয়ে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।”
তাছাড়া গত ম্যাচে মোহনবাগান সমর্থকদের উপর আক্রমণকে একেবারেই ভালোভাবে নেয়নি ক্লাব। সেদিন সাউথ ওয়েস্ট অ্যাওয়ে গ্যালারিতে মোহনবাগান সমর্থকদের নিয়ে আসা সবুজ মেরুন পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগও ওঠে জামশেদপুর এফসির একদল সমর্থকদের বিরুদ্ধে। আর এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে। সেই ঘটনায় আহত হন মোট পাঁচজন মোহনবাগান সমর্থক। এই ঘটনার প্রতিবাদও করে ক্লাব। ফলে, সেই ঘটনাও ম্যাচের উত্তাপ অনেকটা বাড়িয়ে দিয়েছে (Mohun Bagan vs Jamshedpur FC ISL)।
আর সেই আবহেই এবার মুখ খুললেন সবুজ মেরুন কর্তা দেবাশিস দত্ত। তিনি বলেছেন, “মোহনবাগানের কাছে একটাই অস্ত্র রয়েছে। আর সেটা হল ফুটবল। ওদের গোলে বল মেরে বদলা নিতে হবে আমাদের। আমরা তো ওদের লেভেলে নেমে মারপিঠ করতে পারব না। কারণ, সেটা আমাদের শোভা পায় না। কারণ, দলটার নাম মোহনবাগান।”
দেবাশিসবাবুর বক্তব্য, “ওরা কী করেছে, সেটা এখন আমাদের দেখার দরকার নেই। ওদের বিরুদ্ধে যদি সত্যিই আমাদের বদলা নিতে হয়, তাহলে সেই বদলা আমরা মাঠে নেমেই নেব। ভালো ফুটবল খেলতে হবে। ওদের জালে যত বেশি বল জড়াতে পারব, সেটাই হবে ওদের জন্য উচিত শিক্ষা।”
অন্যিদিকে, টিকিটের লম্বা লাইন চোখে পড়েছে। নিঃসন্দেহে বিপুল পরিমাণ সবুজ মেরুন সমর্থক মাঠে ভিড় জমাবেন, সেই কথা বলাই বাহুল্য (ISL Mohun Bagan vs Jamshedpur FC Live)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।