Anwar Ali controversy: গত মরসুমে জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলি মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ছেড়ে ইস্টবেঙ্গলে (East Bengal FC) যোগ দেওয়ার পর থেকেই দুই দলের সমর্থকদের মধ্যে বাদানুবাদ চলছে। এবার তা মাত্রা ছাড়িয়ে গেল।

Indian Footballer Anwar Ali: পরনে পাকিস্তানের জাতীয় দলের জার্সি। দুই হাতে ধরা পাকিস্তানের জাতীয় পতাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন্য কোনও প্রযুক্তি ব্যবহার করে ইস্টবেঙ্গল (East Bengal) ও জাতীয় দলের (Indian National Football Team) নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলির (Anwar Ali) ছবি বিকৃত করার অভিযোগ উঠেছে এক মোহনবাগান (Mohun Bagan) সমর্থকের বিরুদ্ধে। গত বছর ইস্টবেঙ্গলের জার্সি পরে দুই হাতে ভারতের জাতীয় পতাকা ধরে ছবি তুলেছিলেন আনোয়ার। সেই ছবিই বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সাগ্নিক নামে একজনের প্রোফাইল থেকে এই ছবি পোস্ট করে লেখা হয়েছে, 'আমাদের জাতীয় দলের বর্তমান ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলার?' সম্প্রতি থাইল্যান্ড (Thailand) ও হংকংয়ের (Hong Kong) বিরুদ্ধে ভারতীয় দলের হারের পর ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের যাঁদের ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেনশিপ কার্ড আছে, তাঁদের জাতীয় দলের হয়ে খোলার সুযোগ দেওয়ার দাবি উঠছে। এই পরিস্থিতিতে আনোয়ারকে নিয়ে এই বিকৃত পোস্ট করা হয়েছে।

মামলার হুঁশিয়ারি রঞ্জিৎ বাজাজের

সোশ্যাল মিডিয়ায় আনোয়ারকে নিয়ে এই বিকৃত পোস্ট দেখে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল সমর্থকরা। তাঁরা ফুটবলের ক্ষেত্রে আনোয়ারের অভিভাবক হিসেবে পরিচিত রঞ্জিৎ বাজাজের (Ranjit Bajaj) দৃষ্টি আকর্ষণ করেছেন। বাজাজও এই পোস্ট দেখে ক্ষুব্ধ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পোস্ট মুছে ফেলা না হলে মামলা দায়ের করা হবে। আনোয়ারের মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার ক্ষেত্রে বাজাজের বড় ভূমিকা ছিল। তিনি একাধিকবার মোহনবাগানকে ব্যঙ্গও করেছেন। এই কারণেই আনোয়ার ও বাজাজের উপর ক্ষুব্ধ সবুজ-মেরুন শিবির। তবে সেই ক্ষোভ থেকে জাতীয় দলের ডিফেন্ডারের ছবি বিকৃত করে পাকিস্তানের জার্সি পরিয়ে দেওয়া অনেকেই মানতে পারছেন না।

Scroll to load tweet…

বিশ্বকাপে খেলেছেন আনোয়ার

ভারতের পুরুষ দল এখনও পর্যন্ত একবারই বিশ্বকাপে খেলেছে। ২০১৭ সালে দেশের মাটিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলেছিলেন আনোয়ার। দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা এই ফুটবলারকে অপমান অত্যন্ত লজ্জার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।