Mohun Bagan: মোলিনার আমলে মোহনবাগানের যে দল ছিল, সেটাই রেখে দেওয়া হচ্ছে। গোলকিপিং কোচ এবং ফিটনেস ট্রেনারও একই থাকবে। নতুন কোনও ফুটবলারকে নেওয়া বা কাউকে ছেড়ে দেওয়ার খবর এই মুহূর্তে নেই।

Mohun Bagan: মোহনবাগানে শুরু হয়ে গেছে লোবেরা যুগ। ঠিক দুদিন আগেই সবুজ মেরুনের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সের্জিও লোবেরা (sergio lobera joins mohun bagan)। তারপরেই দলে এলেন নতুন সহকারী কোচ। মোহনবাগানের নতুন সহকারী কোচ হলেন ডেভিড দেওগার্সিয়া মারকুয়েজ়। তবে দলে খুব একটা পরিবর্তন হচ্ছে না (sergio lobera to mohun bagan)। 

অর্থাৎ, মোলিনার আমলে মোহনবাগানের যে দল ছিল, সেটাই রেখে দেওয়া হচ্ছে। গোলকিপিং কোচ এবং ফিটনেস ট্রেনারও একই থাকবে। নতুন কোনও ফুটবলারকে নেওয়া বা কাউকে ছেড়ে দেওয়ার খবর এই মুহূর্তে নেই। 

পরপর দুটি বড় আপডেট সামনে আসে

তবে এখনও ভিসা পাননি লোবেরা। সেটা পেয়ে গেলেই কলকাতায় এসে মোহনবাগান ফুটবলারদের সঙ্গে অনুশীলন শুরু করে দেবেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায়, মোহনবাগান জানিয়ে দেয় তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। পরপর দুটি বড় আপডেট সামনে আসে। একদিকে সবুজ মেরুনের কোচের পদ থেকে ছাঁটাই হলেন জোসে মোলিনা। আর তারপরই ঘোষণা করা হল নতুন কোচের নাম। বুধবার, সরকারিভাবে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে।

অন্যদিকে, সের্জিও লোবেরা মোহনবাগানে যোগ দিয়ে জানিয়েছেন, “মোহনবাগানের দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট একটা সম্মানের ব্যাপার। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে। সেইসঙ্গে, আছে আবেগ এবং উচ্চাকাঙ্ক্ষা। আমি এমন একটি দল গড়ে তুলতে চাই, যারা খেলবে সাহসিকতা, নিজের পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা সবাই একসঙ্গে কাজ করব।"

মোলিনার উপর ক্ষুব্ধ ম্যানেজমেন্ট

তবে গত মরশুমে মোলিনা এই দল নিয়েই যখন আইএসএল লিগ শিল্ড ট্রফি জেতেন। কিন্তু পরে ডুরান্ড এবং সুপার কাপে ব্যর্থ হওয়ার পর আবার সেই দল নিয়েই প্রশ্ন তুলে দেন, ম্যানেজমেন্টকে ইঙ্গিত করে। যে বিষয়টা মোহনবাগান টিম ম্যানেজমেন্ট খুব একটা ভালোভাবে নেয়নি। ফলে, তখন থেকেই জল্পনা চলছিল। শেষপর্যন্ত, মোলিনাকে বিদায় জানিয়ে দিল ক্লাব এবং কোচ হিসেবে নিয়ে এল সের্জিও লোবেরাকে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।