সংক্ষিপ্ত
যুব ফুটবলে দেশের দ্বিতীয় সেরা দল হিসেবে ইংল্যান্ডে নেক্সট জেন কাপে খেলতে গিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু এই টুর্নামেন্টে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারল না লাল-হলুদের যুব দল।
নেক্সট জেন কাপে নিজেদের তৃতীয় ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ০-৪ হেরে গেল ইস্টবেঙ্গল। এই টুর্নামেন্টে টানা তৃতীয় হার লাল-হলুদ ব্রিগেডের। ৩ ম্যাচে ১১ গোল হজম করল ইস্টবেঙ্গল। কোনও গোল করতে পারলেন না গুইতেরা। শনিবার অ্যাস্টন ভিলার বিরুদ্ধে লড়াই করেও বড় ব্যবধানে হেরে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের ৯ মিনিটের মাথায় লাল-হলুদ রক্ষণের ভুলে গোল করেন ররি উইলসন। এরপর ১৭ মিনিটে দ্বিতীয় গোল করেন ইলানি এডওয়ার্ডস। এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ২৫ মিনিট করে ২ অর্ধ হচ্ছে। প্রথমার্ধের শেষে ২ গোলে পিছিয়েছিল ইস্টবেঙ্গল। ৩৫ মিনিটে একক দক্ষতায় বল নিয়ে বক্সে ঢুকে অসাধারণ শটে গোল করেন ওমর খেদর। এরপর ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ম্যানস ক্যাচার। তাঁর শট প্রথমে সেভ করে দেন ইস্টবেঙ্গলের গোলকিপার কামাল। কিন্তু ফিরতি শটে গোল করেন ক্যাচার। ৫০ মিনিটে পেনাল্টি মিস করে অ্যাস্টন ভিলা। না হলে লাল-হলুদ ব্রিগেডের হারের ব্যবধান বাড়ত।
দক্ষতায় অনেক পিছিয়ে ইস্টবেঙ্গল
নেক্সট জেন কাপে ক্রিস্টাল প্যালেস, এভার্টন এফসি ও অ্যাস্টন ভিলার বিরুদ্ধে খেলল ইস্টবেঙ্গল। ৩ ম্যাচেই একই ভুল দেখা গেল। অসংখ্য ভুল পাস, রক্ষণে ভুল, বল বিপদমুক্ত করতে না পারা, আক্রমণের সময় ফুটবলার বাড়াতে না পারা, বেশিক্ষণ পায়ে বল রাখা, অকারণে ড্রিবলের চেষ্টার ফলে বিপক্ষ দলকে সুবিধা পাইয়ে দিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সব ম্যাচের শেষেই টাইব্রেকার হচ্ছে। পেনাল্টি মারার ক্ষেত্রেও দক্ষতার পরিচয় দিতে পারলেন না ইস্টবেঙ্গলের ফুটবলাররা।
এভার্টনকে হারিয়ে চমক পাঞ্জাব এফসি-র
ইস্টবেঙ্গল বড় ব্যবধানে হেরে গেলেও, শনিবার নেক্সট জেন কাপের অন্য ম্যাচে এভার্টন এফসি-র বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ জয় পেল পাঞ্জাব এফসি। ভারতীয় ফুটবলকে গর্বিত করল এই ক্লাব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'মূর্খ সাংবাদিক, ইস্টবেঙ্গলের ইতিহাস জানে না,' ইউটিউবারকে তোপ প্রাক্তন ফুটবলার সূর্যবিকাশ চক্রবর্তীর
ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করার দাবি! লাল-হলুদের পাশে দাঁড়িয়ে ইউটিউবারের বিরুদ্ধে সরব কুণাল ঘোষ