প্রায় দেড় বছর ধরে নেইমার (Neymar) ব্রাজিল জাতীয় ফুটবল দলের বাইরে।

Neymar News: আসন্ন ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ব্রাজিলের সামনে। কিন্তু সেই স্কোয়াড থেকে নেইমারকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ, কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচে নেই এই তারকা ফুটবলার।

মূলত, চোটের জেরে নেইমারকে বাদ দেওয়া হয়েছে বলে খবর। তবে নেইমারের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদের তরুণ স্ট্রাইকার এন্ড্রিককে দলে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। জানুয়ারি মাসে তাঁর প্রাক্তন ক্লাব সান্তোসে নেইমার ফিরে আসার পরেও, গোটা ক্যারিয়ার জুড়ে তাঁকে তাড়া করে বেড়াচ্ছে চোট। ইনজুরি যেন আবারও কার্যত ভিলেন হয়ে দাঁড়িয়েছে নেইমারের জন্য। 

সেই গত ২ মার্চ সান্তোসের হয়ে খেলেছিলেন শেষ ম্যাচ। কিন্তু আগামী ২১ মার্চ কলম্বিয়া এবং ২৫ মার্চ ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা। আর সেই আর্জেন্টিনা বনাম ব্রাজিল মেগা ম্যাচে নেইমারের খেলা দেখার জন্য ভক্তরা যথেষ্ট উত্তেজিত ছিলেন। কিন্তু চোট যেন আবারও বাধা হয়ে দাঁড়াল।

উল্লেখ্য, প্রায় দেড় বছর ধরে নেইমার জাতীয় দলের বাইরে আছেন। আল হিলাল থেকে সান্তোস যোগ দেওয়া পর্যন্ত নেইমার দুর্দান্ত খেলছিলেন। আর গত ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর থেকেই তিনি দীর্ঘ একটা সময় ধরে ফুটবল থেকে অনেক দূরে ছিলেন। ভিনিসিয়াস জুনিয়র, র‍্যাফিনহা, রড্রিগোর মতো প্রধান খেলোয়াড়রা ব্রাজিল দলে জায়গা পেলেও অ্যান্টনি কিন্তু সেই দলে জায়গা পাননি। এমনকি, প্রথমে যে দল ঘোষণা করা হয়েছিল, এন্ড্রিক সেই দলেও ছিলেন না।

এদিকে গত ২০২৩ সালে, ২২০ মিলিয়ন ডলারের বিনিময়ে দুই বছরের চুক্তিতে পিএসজি থেকে আল হিলালে যোগ দেওয়া নেইমার চোটের কারণে দলের হয়ে খুব কম ম্যাচেই মাঠে নামতে পেরেছেন। নেইমার মাত্র সাতটি ম্যাচে খেলেছেন। একটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন। হাঁটুর লিগামেন্টের চোটের জেরে প্রথম সিজনের বেশিরভাগ ম্যাচ মিস করা নেইমার গত অক্টোবর মাসে মাঠে ফিরলেও পেশিতে চোট পাওয়ার ফলে পরের ম্যাচগুলিতে তাঁকে রীতিমতো বেঞ্চে বসতে হয়েছিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।