সংক্ষিপ্ত
এবার ফুটবলকে বিদায় জানানোর পালা। ইউরো কাপের পরই অবসর নেবেন ফ্রান্সের নির্ভরযোগ্য স্ট্রাইকার অলিভার জিরু।
এবার ফুটবলকে বিদায় জানানোর পালা। ইউরো কাপের পরই অবসর নেবেন ফ্রান্সের নির্ভরযোগ্য স্ট্রাইকার অলিভার জিরু।
প্রসঙ্গত, আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে ইউরো কাপ। এই মেগা ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে। আর এরই মাঝে এবার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন ফরাসি তারকা জিরু। এখনও পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের হয়ে সবথেকে বেশি গোল করেছেন ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার। নিঃসন্দেহে স্কিল এবং তাঁর দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই নেই।
অলিভার জিরু দেশের জার্সি গায়ে খেলেছেন মোট ১৩১টি ম্যাচ। তাঁর নামের পাশে গোলসংখ্যা ৫৭টি। ফুটবল জীবন শুরু করেছিলেন সেই ২০১১ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিষেক ম্যাচ দিয়ে তিনি জাতীয় দলের হয়ে যাত্রা শুরু করেন। কিন্তু এবার ফুটবল জীবনে ইতি টানতে চাইছেন স্বয়ং জিরু নিজেই।
ফরাসি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “ইউরো জিতেই নিজের ক্যারিয়ার শেষ করতে চাই। যদি ট্রফি পাই তাহলে বলতে পারব যে, প্রিমিয়ার লিগ ছাড়া সব খেতাবই জিততে পেরেছি।”
প্রসঙ্গত, ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি। এই জয়ের পিছনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। কিন্তু এবার দাঁড়ি টানতে চাইছেন নিজের ফুটবল জীবনের ওপর। আন্তর্জাতিক ফুটবল থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন অলিভার জিরু। ইউরো কাপের পরই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এই ফরাসি স্ট্রাইকারের। মূলত, তরুণ প্রজন্মকে সুযোগ করে দেওয়ার জন্যই যে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন, তা পরিষ্কার করেছেন নিজেই।
জিরু বলেছেন, “ফ্রান্সের হয়ে ইউরোই আমার শেষ প্রতিযোগিতা। তরুণদের আরও বেশি করে সুযোগ দিতে চাই।” ক্লাব ফুটবলেও বেশ নজরকাড়া সাফল্য রয়েছে তাঁর। আর্সেনাল এবং চেলসির হয়ে দুরন্ত ফুটবল উপহার দেন তিনি। কিন্তু ২০১৮-তে বিশ্বকাপ পেলেও, ২০২২ সালে সেই ফ্রান্সকেই আর্জেন্টিনার কাছে হারতে হয়েছিল। সেই দলেরও সদস্য ছিলেন জিরু। আর এবার সামনে রয়েছে ইউরো কাপ।
এখন দেখার বিষয় এটাই যে, শেষপর্যন্ত অলিভার জিরু অবসর নেওয়ার আগে ফ্রান্সের হাতে ইউরো কাপের ট্রফি ওঠে কিনা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।