সংক্ষিপ্ত

আন্দ্রে ইনিয়েস্তা-জাভি হার্নান্ডেজদের আমলে সারা বিশ্বে সমাদৃত হয়েছিল স্পেনের তিকিতাকা ফুটবল। ফের বিশ্ব ফুটবলে স্পেনের রাজত্ব ফিরিয়ে এনেছেন সের্জিও ক্যামেলো, নিকো উইলিয়ামসরা।

এক মাসেরও কম সময় আগে ইউরো কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ফুটবলে সোনা জিতল স্পেন। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে আয়োজক দেশ ফ্রান্সকে হারিয়ে সোনা জিতল স্পেন। ম্যাচের ফল ৫-৩। এই ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা যায়। কিন্তু অতিরিক্ত সময়ে বাজিমাত করল স্পেন। এই জয়ের ফলে কয়েক সপ্তাহের মধ্যে তিনটি বড়মাপের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল স্পেন। ইউরো কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর উয়েফা অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয় স্পেন। এবার অলিম্পিক্সে সোনা জিতে নতুন নজির গড়ল স্পেন। অলিম্পিক্সে ফ্রান্স ও স্পেনের সিনিয়র ফুটবলাররা খেলেননি। তবে জুনিয়র ফুটবলাররাই ভালো পারফরম্যান্স দেখালেন। অলিম্পিক্স ফাইনালে উপভোগ্য ম্যাচ হল।

স্পেনের নায়ক সের্জিও ক্যামেলো

অলিম্পিক্সে পুরুষদের ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের জয়ের নায়ক সের্জিও ক্যামেলো। অতিরিক্ত সময়ে জোড়া গোল করে স্পেনকে জেতালেন ক্যামেলো। এই ম্যাচে দুই দলই অসাধারণ পারফরম্যান্স দেখাল। দেশের মাটিতে চেনা পরিবেশ-পরিস্থিতি ও দর্শকদের সমর্থনকে পুঁজি করে সোনা জয়ের লক্ষ্যে লড়াই চালাচ্ছিল ফ্রান্স। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে সোনা জিতে নিল স্পেন।

বিশ্ব ফুটবলে ফের রাজত্ব স্পেনের

২০২৩ সালে মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় স্পেন। এবার কয়েক সপ্তাহের মধ্যে সিনিয়র ও জুনিয়র পর্যায় মিলিয়ে পুরুষদের ফুটবলে তিনটি প্রতিযোগিতা জিতল স্পেন। ফলে পুরুষ ও মহিলা ফুটবলে দাপট দেখাচ্ছে স্পেন। ইউরো কাপে নজর কেড়ে নেন ড্যানি অলমো, নিকো উইলিয়ামসরা। এবার অলিম্পিক্সে নজর কাড়লেন ক্যামেলো, হুয়ান মিরান্ডা, এরিক গার্সিয়ারা। এই সাফল্য ধরে রাখাই স্পেনের লক্ষ্য। ২০২৬ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার হিসেবে খেলতে নামবে স্পেন। ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জিততেই পারে স্পেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শনিবারের বারবেলায় কলকাতা ডার্বির টিকিট বিক্রি শুরু, উত্তেজনার প্রহর গুনছেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা

নেক্সট জেন কাপের ব্যর্থতা অতীত, কলকাতা লিগে ফের জয় ইস্টবেঙ্গলের যুব দলের

বায়ুসেনার গোলে ৬ বার স্ট্রাইক, এগিয়ে থেকেই কলকাতা ডার্বি খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট