সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে ফের জয় স্পেনের (Spain)। এই নিয়ে পরপর দুই ম্যাচে জয় পেল স্প্যানিশ ফুটবল দল।

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে ফের জয় স্পেনের (Spain)। এই নিয়ে পরপর দুই ম্যাচে জয় পেল স্প্যানিশ ফুটবল দল।

শনিবার, ৩-১ গোলে ডোমিনিকান রিপাবলিককে হারাল তারা। আর এই জয়ের ফলে, অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে গেল ইউরো কাপ জয়ী স্পেন।

কার্যত ম্যাচের শুরু থেকে দাপট দেখাতে শুরু করে স্পেন। বল নিয়ন্ত্রণে রেখে একের পর এক অ্যাটাক তুলে আনে তারা। মাত্র ৭ মিনিটের মধ্যেই তিনটি ফ্রিকিক আদায় করে নেয় স্প্যানিশ ব্রিগেড। খেলার ১৪ মিনিটে, সার্জিও গোমেজের থেকে পাওয়া বলে সুযোগ নষ্ট করেন আবেল রুইজ।

তবে লাগাতার আক্রমণের সুবাদে ম্যাচের ২৪ মিনিটেই এগিয়ে যায় তারা। টপ বক্সের মধ্যে থেকে ডান পায়ের জোরালো শটে বলকে জালে জড়িয়ে দেন ফারমিন লোপেজ। আর প্রথম গোল পেয়ে যেতেই আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় স্পেন। কিন্তু ম্যাচের ৩৮ মিনিটে, সমতা ফেরাতে সক্ষম হয় ডোমিনিকান রিপাবলিক।

গোল করেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার মন্তেস দে ওসা। কিন্তু লাল কার্ড দেখেন ডোমিনিকান রিপাবলিকের আজ়কোনা। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়েই।

দ্বিতীয়ার্ধে আবারও খেলায় ফিরে আসে স্পেন। তাদের সেই চেনা ছন্দে দেখা যায়। মাত্র দশ মিনিটের মধ্যেই এগিয়ে যায় তারা। বক্সের ডান দিক দিয়ে কাট করে ঢুকে সজোরে শট নেন আলেক্স বায়েনা। বিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে সেইবল সোজা চলে যায় গোলে। ম্যাচে স্পেন লিড নেয় ২-১ ব্যবধানে।

তবে সেখানেই শেষ নয়। ম্যাচের ৭০ মিনিটে, গুতিয়েরেজ়ের জয়সূচক গোলে ম্যাচ তখন কার্যত স্পেনের দখলে। শেষপর্যন্ত, ৩-১ গোলে জিতে প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা পাকা করল স্প্যানিশরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।