সংক্ষিপ্ত

পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে কিলিয়ান এমবাপের সময়টা ভালো যাচ্ছে না। ছন্দ হারিয়েছেন এই ফরাসি স্ট্রাইকার। নতুন ক্লাবে তাঁর মন বসছে না বলেও শোনা যাচ্ছে।

রিয়াল মাদ্রিদে যোগ দেবেন বলে নিজের দেশের সেরা ক্লাব প্যারিস সাঁ জা-র সঙ্গে নতুন চুক্তি করেননি ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। কিন্তু রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না এই স্ট্রাইকার। এরই মধ্যে তিনি ফের জাতীয় দলে সুযোগ পেলেন না। উয়েফা নেশনস লিগে ইতালি ও ইজরায়েলের বিরুদ্ধে ম্যাচের জন্য ফ্রান্সের ২৩ জনের দল ঘোষণা করেছেন প্রধান কোচ দিদিয়ের দেশঁ। এই দলে জায়গা হয়নি এমবাপের। তিনি জাতীয় দলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু কোচ তাঁকে সেই সুযোগ দিলেন না। দেশঁ কেন এবারও এমবাপেকে জাতীয় দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিলেন, সেটা নিয়ে ইউরোপের ফুটবল মহলে জল্পনা শুরু হয়েছে। টানা চার ম্যাচ ফ্রান্সের জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে এমবাপেকে। গত মাসে ইজরায়েল ও বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচেও ফ্রান্স দলে সুযোগ পাননি এই স্ট্রাইকার।

এমবাপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সম্প্রতি এমবাপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে সাংবাদিক বৈঠকে দেশঁ দাবি করেছেন, সেই অভিযোগের জেরে এমবাপেকে জাতীয় দলের বাইরে রাখা হয়েছে এমন নয়। খেলার বাইরের কোনও কারণ নেই। কিন্তু কী কারণে এমবাপেকে জাতীয় দলে ডাকলেন না, সেটাও স্পষ্ট করলেন না দেশঁ। খেলার বাইরের কারণ যদি না হয়, তাহলে কি ফর্ম হারানোর কারণেই জাতীয় দলে সুযোগ পেলেন না এমবাপে?

রিয়াল মাদ্রিদে সমস্যায় এমবাপে

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর শুরুতে গোল করতে পারছিলেন না এমবাপে। এরপর তিনি লা লিগায় ফর্ম ফিরে পান। ১০ ম্যাচ খেলে ৬ গোল করেন এমবাপে। কিন্তু বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচে তাঁর জোড়া গোল বাতিল হয়ে যায়। প্রথমবার এল ক্লাসিকোতে খেলতে নেমেই বড় ব্যবধানে হারতে হয় এমবাপেকে। এরপর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে ১-৩ হেরে যায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচেও গোল পাননি এমবাপে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kylian Mbappé: সবচেয়ে কম বয়সে ৩০০ গোল, মেসি-রোনাল্ডোকে ছাপিয়ে গেলেন এমবাপে

Messi-Ronaldo-Mbappe: মেসি না রোনাল্ডো, কার অনুরাগী কিলিয়ান এমবাপে?

দিয়েগো, মেসি, রোনাল্ডোকে পেছনে ফেললেন এমবাপে, মাত্র ১১ ম্যাচে ৯ গোল, ভাঙলেন কিংবদন্তি পেলের রেকর্ডও