RFDL Kolkata Derby: জুনিয়র ডার্বিতে ২-০ গোলে জয় লাল হলুদ ব্রিগেডের। পরাজয় মোহনবাগানের। ছোটদের ডার্বিতে জয় হাসিল করল ইস্টবেঙ্গল (kolkata derby 2026)।
RFDL Kolkata Derby: ডার্বি জয় ইস্টবেঙ্গলের। জুনিয়র ডার্বিতে ২-০ গোলে জয় লাল হলুদ ব্রিগেডের (rfdl mohun bagan vs east bengal)। পরাজয় মোহনবাগানের। আসন্ন মরশুমে বড়দের ডার্বি এখনও বাকি। তবে ছোটদের ডার্বিতে জয় হাসিল করল ইস্টবেঙ্গল (kolkata derby 2026)।
ছোটদের ডার্বির রং লাল হলুদ
রিলায়্যান্স ফুটবল ডেভেলপমেন্ট লিগের রিজিওন্যাল কোয়ালিফায়ার ম্যাচে রবিবার, নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। সেই ম্যাচেই, অনবদ্য জয় ছিনিয়ে নিল লাল হলুদ ব্রিগেড। এই ম্যাচে জয়ের নায়ক রিকি সিং। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন তিনি।
প্রসঙ্গত, এর আগে টানা চারটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল মোহনবাগান। কিন্তু ডার্বিতে এসেই পরাজয়। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-০ গোলে হার। অন্যদিকে, ডার্বির আগের ম্যাচে, দুই দলই জয় তুলে নেয়। বেশ ভালো ছন্দে থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামে মোহন-ইস্ট।
জোড়া গোলের নায়ক রিকি সিং
প্রথমার্ধে অবশ্য কোনও গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় ইস্টবেঙ্গল। খেলার ৪৬ মিনিটে, মোহনবাগান গোলকিপার প্রিয়াংশু দুবেকে পরাস্ত করে গোল করে যান রিকি সিং। তবে পিছিয়ে পড়েও লড়াইতে ফেরার চেষ্টা করে মোহনবাগান।
তবে ম্যাচের ৫৪ এবং ৬৭ মিনিটে, গোলের সুযোগ নষ্ট করেন রোশন সিং এবং পাসাং দোর্জি তামাং। তারপরেও সবুজ মেরুনের সামনে সুযোগ আসে। ম্যাচের ৭৫ মিনিটে, সুহেল ভাটের হেড বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গল গোলকিপার জুলফিকার।
২-০ গোলে জয় ইস্টবেঙ্গলের
তবে চেষ্টা করেও গোল করতে পারেনি বাগান শিবির। কার্যত, খেলার গতির বিরুদ্ধে গিয়ে ৯৪ মিনিটে, লাল হলুদের হয়ে দ্বিতীয় গোলটি করেন সেই রিকি সিং। সেইসঙ্গে, ইস্টবেঙ্গলের জয়ও নিশ্চিত হয়ে যায়। আর এই জয়ের ফলে, ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল লাল হলুদ ব্রিগেড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
