সংক্ষিপ্ত
চলতি সন্তোষ ট্রফিতে প্রথম ২ ম্যাচে ১১ গোল করেছে বাংলা। তবে বুধবার গ্রুপের তৃতীয় তথা শেষ ম্যাচে বিহারকে হারাতে পারল না বাংলা। যদিও তাতে গ্রুপের শীর্ষে থাকতে সমস্যা হল না।
বুধবার সন্তোষ ট্রফিতে গ্রুপ সি-র তৃতীয় ম্যাচে বিহারের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলা। এদিন প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রবি হাঁসদা। না হলে টানা তৃতীয় ম্যাচে জয় পেতে পারত বাংলা। এই ম্যাচে বিহারের সঙ্গে ড্র করার ফলে ৩ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে মূলপর্বে পৌঁছে গেল সন্তোষ ট্রফির ইতিহাসে সফলতম দল বাংলা। প্রথম ম্যাচে ঝাড়খণ্ডকে ৪-০ উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশকে ৭-০ উড়িয়ে দেয় বাংলা। বুধবার অবশ্য প্রথম দুই ম্যাচের মতো ভালো পারফরম্যান্স দেখাতে পারল না বাংলা। এদিন বিহারের ফুটবলাররা অত্যন্ত রক্ষণাত্মক কৌশল নিয়ে মাঠে নামেন। এলোমেলো পা চালিয়ে বাংলার ছন্দ নষ্ট করে দেওয়াই বিহারের লক্ষ্য ছিল। বিহারের এই কৌশল সফল হয়। তাতে অবশ্য বাংলার কোনও ক্ষতি হয়নি। কারণ, গ্রুপের শীর্ষে থেকে মূলপর্বের যোগ্যতা অর্জন করতে হলে বাংলার ড্র করলেই চলত। এদিন জয় পেলেও বিহারের পক্ষে গ্রুপের শীর্ষে থাকা সম্ভব হত না। কারণ, গোলপার্থক্যে অনেক এগিয়েছিল বাংলা। ফলে বিহারের কাছে হেরে গেলেও মূলপর্বে পৌঁছে যেত বাংলা। এই নিয়মরক্ষার ম্যাচে পয়েন্ট নষ্ট মূলপর্বের খেলা শুরু হওয়ার আগে বাংলা দলের জন্য সতর্কবার্তা হতে পারে।
সন্তোষ ট্রফির মূলপর্বে ১২ দল
এবারের সন্তোষ ট্রফির মূলপর্বের আয়োজক রাজ্য তেলঙ্গানা। ফলে সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে তেলঙ্গানা। গতবার ফাইনাল খেলা গোয়া ও সার্ভিসেসও সরাসরি মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে। বাকি ৩৫ দলকে ৯ গ্রুপে ভাগ করা হয়েছিল। সব গ্রুপের শীর্ষস্থানে থাকা দলগুলি মূলপর্বের যোগ্যতা অর্জন করছে। এই ১২ দলকে ২ গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপ থেকে ৪টি করে দল কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করবে।
মূলপর্বে আসল লড়াই বাংলার
গ্রুপে ৩ ম্যাচে কোনও গোল হজম না করে ১১ গোল করলেও, মূলপর্বে বাংলার লড়াই সহজ হবে না। বিশেষ করে কেরলের বিরুদ্ধে কঠিন লড়াই হতে চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মনোতোষ মাঝি-রবি হাঁসদার দাপটে ৭ গোলে জয়, সন্তোষ ট্রফিতে উত্তরপ্রদেশকে উড়িয়ে দিল বাংলা
ফের ভারতে আসছেন লিওনেল মেসি, কোথায় খেলবে আর্জেন্টিনা? জেনে নিন বিস্তারিত
অনুশীলন চলাকালীন অসুস্থ হওয়ার পর মৃত্যু, গোলকিপার কোচ প্রশান্ত দে-কে হারিয়ে শোকস্তব্ধ ময়দান