সংক্ষিপ্ত

চলতি আইএসএল-এর (Indian Super League 2024-25) অন্যতম ধারাবাহিক দল হল মোহনবাগান। 

লিগ শিল্ড ইতিমধ্যেই মোহনবাগানের (Mohun Bagan) দখলে। দুই ম্যাচ বাকি থাকতেই পকেটে।

এই ২ ম্যাচের পরেই শুরু হয়ে যাবে প্লে-অফের ম্যাচ। যদিও গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ মোহনবাগান কোচ জোসে মোলিনা। বরং, তিনি চাইছেন যে ম্যাকলারেনদের এই অপ্রতিরোধ্য মনোভাব যেন বজায় থাকে।

তাঁর লক্ষ্য বাকি দুটি ম্যাচ জিতেই প্লে-অফে নামতে। এদিকে বাকি দুটি ম্যাচের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়া। পরের ম্যাচেই জেসন কামিংসদের প্রতিপক্ষ মুম্বই। তাই লিগ-শিল্ড জয়ের পর আবেগকে সংযত রেখেই মোলিনা জানাচ্ছেন, “বাকি ২টি ম্যাচ জিতেই আইএসএল-এর এই পর্ব শেষ করতে চাইছি আমরা। কারণ, তারপরেই কাপ জয়ের বিষয়টি রয়েছে। এদিকে কাপ জয়ের প্রস্ততি হিসেবে সামনের দুটি ম্যাচকেই দেখছি আমরা। মনে রাখতে হবে যে, মরশুম এখনও শেষ হয়নি।”

অন্যদিকে, এবারে লিগ শিল্ড জয় করার পাশাপাশি একাধিক রেকর্ড গড়ে ফেলেছে মোহনবাগান। প্রথম দল হিসেবে একটি মরশুমে আইএসএলে ৫০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। শুধু তাই নয়, আইএসএলে একটি মরশুমে সবথেকে বেশি ম্যাচে জয় পেয়েছেন জেসন কামিংসরা।

এছাড়াও ১০টি হোম ম্যাচে জয় পেয়েছে সবুজ মেরুন ব্রিগেড। সেইসঙ্গে, ১৪টি ম্যাচে ক্লিনশিট রেখেছে মোলিনার ছেলেরা। যা নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য একটি বেঞ্চমার্ক।

জোসে মোলিনা বলছেন, “আমরা লিগ শিল্ড জয়ের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছি। কিন্তু এই জয়ের পরেও আমরা আরও একাধিক জয়ের জন্য ক্ষুধার্ত রয়েছি। আমাদের সামনে এখনও আরও একটা ট্রফি জয়ের হাতছানি রয়েছে। তাই বাকি দুটি ম্যাচ থেকেও ছয় পয়েন্ট পেয়েই লিগের এই পর্বটা শেষ করতে চাই।”