Super Cup 2025: ২-০ গোলে জয় ছিনিয়ে নিল সবুজ মেরুন ব্রিগেড। শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। চেন্নাইয়ান এফসি বেশ বেগ দিতে শুরু করে সবুজ মেরুনকে। কিন্তু পাল্টা অ্যাটাক জারি থাকে মোহনবাগানের তরফেও।।
Super Cup 2025: সুপার কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল মোহনবাগান (super cup 2025 schedule)। গোয়ার জেএলএন ফতোরদা স্টেডিয়ামে শনিবার, সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসি (mohun bagan vs chennaiyin fc live score)।
দুরন্ত জয় মোহনবাগানের
সেই বৃষ্টিস্নাত ম্যাচেই ২-০ গোলে জয় ছিনিয়ে নিল সবুজ মেরুন ব্রিগেড। শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। চেন্নাইয়ান এফসি বেশ বেগ দিতে শুরু করে সবুজ মেরুনকে। কিন্তু পাল্টা অ্যাটাক জারি থাকে মোহনবাগানের তরফেও। খেলার ২৪ মিনিটে, লিস্টনের ফ্রি-কিক উড়ে চলে যায় বারপোস্টের উপর দিয়ে। নাহলে তখনই এগিয়ে যেতে পারত তারা।
তবে পাল্টা আক্রমণ তুলে আনে চেন্নাইও। সেই সুবাদেই ম্যাচের ৩৬ মিনিটে, ফারুখ চৌধুরীর জোরালো শট অনবদ্য সেভ করেন মোহনবাগান গোলকিপার ভিশাল কেইথ। কিন্তু এদিন সবুজ মেরুনের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে।
ফলে, ঠিক সুযোগ তৈরি করে ফেলে বাগান শিবির। ম্যাচের ৩৮ মিনিটে, লিস্টনের ব্যাক পাস থেকে ডান পায়ের দুর্দান্ত শটে গোল করে যান জেমি ম্যাকলারেন। সঙ্গে সঙ্গে মোহনবাগান এগিয়ে যায় ১-০ ব্যবধানে। এরপর আর কোনও গোল হয়নি। খেলার প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই।
এরপর দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই দলে একটি পরিবর্তন করেন সবুজ মেরুন হেডস্যার জোসে মোলিনা। সাহাল আবদুল সামাদের পরিবর্তে মাঠে নামেন সুহেইল ভাট। এদিন সেকেন্ড হাফেও বেশ উপভোগ্য ফুটবল হয়। তবে মাঝে মাঝে খেলার গতি কিছুটা কমে আসে।
আসলে এগিয়ে থাকার সুবাদে বাড়তি আত্মবিশ্বাস কাজ করছিল মোলিনার ছেলেদের মধ্যেও। তবে চেন্নাইয়ানের বঙ্গ ডিফেন্ডার তথা অধিনায়ক প্রীতম কোটালের কথা বলতেই হয়। যথেষ্ট ওয়ার্কলোড নেন তিনি এই ম্যাচে। কিন্তু ঐ যে, পরিণত দল সবুজ মেরুন ব্রিগেড। টিম গেম এবং কম্বিনেশন একদম সঠিক জায়গায় রয়েছে জোসে মোলিনার ছেলেদের।
জোড়া গোল ম্যাকলারেনের
আর সেই সুবাদেই ম্যাচের ৬৭ মিনিটে আবারও গোল। বাঁ-প্রান্ত দিয়ে উঠে আসেন মনবীর। এরপর পাস বাড়ান বক্সের মধ্যে থাকা ম্যাকলারেনের দিকে এবং এক্ষেত্রেও কোনও ভুল করেননি জেমি। ঠাণ্ডা মাথার ফিনিশে বলকে সোজা জালে জড়িয়ে দেন এবং মোহনবাগান ম্যাচে লিড নেয় ২-০ ব্যবধানে।
তার কয়েক মুহূর্তের মধ্যেই অনিরুদ্ধ থাপার শট একটুর জন্য বাইরে যায়। অপরদিকে, চেন্নাইয়ান এফসি-কোচ ক্লিফোর্ড মিরান্ডা দলে একটি পরিবর্তন করেন। জীতেন্দ্র সিং-এর বদলে মাঠে আসেন কিংসলে ফার্নান্দেজ।
উল্টোদিকে পরিবর্তন হয় সবুজ মেরুন একাদশেও। সবুজ মেরুনের প্রাণভোমরা জেসন কামিংস মাঠে নামেন। আর মাঠে এসেই খেল দেখাতে শুরু করেন এই তারকা। খেলার ৮৬ মিনিটে, তাঁর পাস থেকেই লিস্টন প্রায় গোল করার মতো জায়গায় পৌঁছে যান। তবে রুখে দেন চেন্নাইয়ান গোলকিপার মহম্মদ নাওয়াজ। এরপর অবশ্য আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, ২-০ গোলে চেন্নাইয়ান এফসিকে হারিয়ে সুপার কাপ অভিযান শুরু করল মোহনবাগান।
মোহনবাগানের প্রথম একাদশঃ ভিশাল কেইথ (গোলকিপার), টম অ্যালড্রেড, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, শুভাশিস বোস (অধিনায়ক), সাহাল; আবদুল সামাদ, আলবার্তো রডরিগেজ, জেমি ম্যাকলারেন, আপুইয়া রালতে, মেহতাব সিং
চেন্নাইয়ান এফসির প্রথম একাদশঃ মহম্মদ নাওয়াজ, লালদিনপুইয়া, জীতেন্দ্র সিং, মন্দার রাও দেশাই, ইরফান ইয়াদওয়াদ, প্রীতম কোটাল (অধিনায়ক), হামতে, ভিগনেশ, লালদিনলিয়ানা, জীতেশ্বর সিং, ফারুখ চৌধুরী
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
