Super Cup 2025: মোহনবাগান তাদের প্রথম ম্যাচটি খেলতে নামছে শনিবার, অর্থাৎ ২৫ অক্টোবর। গোয়ার জেএলএন ফতোরদা স্টেডিয়ামে, সন্ধ্যা ৭.৩০ মিনিটে মোহনবাগান মুখোমুখি হবে চেন্নাইয়ান এফসির (super cup 2025 fixture)।
Super Cup 2025: আইএফএ শিল্ড জিতে গোটা দল চনমনে। গত মরশুমে, আইএসএল ট্রফি এবং আইএসএল লিগ শিল্ড.দুটি শিরোপাই এসেছে সবুজ মেরুনের ঘরে। এবার তাদের লক্ষ্য হল সুপার কাপ (super cup 2025)। মোহনবাগান তাদের প্রথম ম্যাচটি খেলতে নামছে শনিবার, অর্থাৎ ২৫ অক্টোবর। গোয়ার জেএলএন ফতোরদা স্টেডিয়ামে, সন্ধ্যা ৭.৩০ মিনিটে মোহনবাগান মুখোমুখি হবে চেন্নাইয়ান এফসির (super cup 2025 fixture)।
আত্মবিশ্বাসী বাগান শিবির
সেই ম্যাচের আগেরদিন, সাংবাদিক সম্মেলনে এসে যথেষ্ট আত্মবিশ্বাসী মেজাজে দেখা গেল সবুজ মেরুনের হেডস্যার জোসে মোলিনা এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার অনিরুদ্ধ থাপাকে।
মোহনবাগান কোচের কথায়, “আমরা প্রত্যেকদিন উন্নতি করছি। তবে সামনের ম্যাচগুলিতে আরও ভালো খেলতে হবে। চেন্নাইয়ান এফসি নিঃসন্দেহে যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। ওদের সমীহ করতেই হবে। কিন্তু আমরা নিজেদের দলের উপর বেশি ফোকাস করতে চাই। আমরা সুপার কাপে খেলতে এসেছি ট্রফি জেতার জন্য। ছেলেরা নিজেরা ১০০% মাঠে উজাড় করে দেবে। আমরা গোল করতে চাই। বেশি করে আক্রমণ তুলে আনতে চাই। আমি দলের প্রতিটি বিভাগে ফোকাস করতে চাই।"
মোলিনা জানিয়েছেন, “ফুটবলারদের ফিটনেসের দিকে অবশ্যই নজর রয়েছে। এখন আমরা অনেকটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। যত সময় এগোচ্ছে, ততই আমরা উন্নতি করছি। সুপার কাপে মোহনবাগান দল ভালো খেলার জন্য মুখিয়ে রয়েছে।"
![]()
সবুজ মেরুন ফুটবলার অনিরুদ্ধ থাপা বলেন, “আমি ভীষণ খুশি এবং উত্তেজিত। শিল্ড জয়ের পর আত্মবিশ্বাসী গোটা দল। আমরা সেই মোমেন্টাম ধরে রাখতে চাই সুপা কাপেও।"
সুপার কাপে মোহনবাগানের খেলা কবে কবে?
মোহনবাগান আছে গ্রুপ এ-তে।
২৫ অক্টোবর, শনিবারঃ মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসি (জেএলএন ফতোরদা স্টেডিয়ামে, খেলা শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে)
২৮ অক্টোবর, মঙ্গলবারঃ মোহনবাগান বনাম ডেম্পো স্পোর্টস ক্লাব (জেএলএন ফতোরদা স্টেডিয়ামে, খেলা শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে)
৩১ অক্টোবর, শুক্রবারঃ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (জেএলএন ফতোরদা স্টেডিয়ামে, খেলা শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে)
অন্যদিকে, সুপার কাপের সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিও+হটস্টারে। এছাড়া সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ইউটিউব চ্যানেলেও দেখানো হবে কিছু ম্যাচ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
