সংক্ষিপ্ত

আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় যাওয়ার আগেই প্রতিভার পরিচয় দিয়েছিলেন লিওনেল মেসি। তাঁর বড় ছেলে থিয়াগোও একইরকম প্রতিভাবান। পরবর্তী তারকা হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে থিয়াগো।

বিপক্ষ দলের সবাইকে গুনে গুনে গোল! এক ম্যাচে একাই ১১ গোল! যুব ফুটবলে হইচই ফেলে দিয়েছে লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো। সে এখন বাবার মতোই ইন্টার মায়ামির হয়ে খেলছে। অনূর্ধ্ব-১৩ ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে একাই বিপক্ষকে ধ্বংস করে দিল থিয়াগো। তার অসামান্য পারফরম্যান্সের সুবাদে অনূর্ধ্ব-১৩ এমএলএস কাপের ম্যাচে ১২-০ জয় পেল ইন্টার মায়ামি। থিয়াগোর ১১ গোলের পাশাপাশি অন্য গোল করে দিয়েগো লুনা জুনিয়র। থিয়াগোই ম্যাচের নায়ক। তার বাবাও ছোটবেলাতেই নজর কেড়ে নিয়েছিলেন। সেভাবেই এগিয়ে চলেছে থিয়াগো। সে ভবিষ্যতে পেশাদার ফুটবলা হয়ে ওঠার জন্য তৈরি হচ্ছে। গোল করার পাশাপাশি খেলা তৈরি করার দক্ষতাও রয়েছে থিয়াগোর। সে কমপ্লিট ফুটবলার। আরও উন্নতি করাই এই কিশোরের লক্ষ্য।

অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো

মেসি ফরোয়ার্ড হিসেবে খেললেও, তাঁর বড় ছেলে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে। সে ক্রিয়েটিভ প্লেমেকার। সতীর্থদের দিয়ে গোল করানোর পাশাপাশি নিজেও গোল করে থিয়াগো। আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে সেভাবেই খেলল থিয়াগো। সে প্রথমার্ধে পাঁচ গোল করার পর দ্বিতীয়ার্ধে ৬ গোল করে। ১২ মিনিটে প্রথম গোল করার পর ২৭, ৩০, ৩৫, ৪৪, ৫১, ৫৭, ৬৭, ৭৬, ৮৭ ও ৮৯ মিনিটে গোল করে। মাঝমাঠ থেকে খেলা তৈরি করে বক্সে পৌঁছে যায় থিয়াগো। সে বক্সের মধ্যেও ভয়ঙ্কর।

বার্সেলোনা থেকে খেলা শুরু থিয়াগোর

২০১২ সালে আর্জেন্টিনার রোসারিওতে জন্ম হয় থিয়াগোর। তার জন্মের ৭২ ঘণ্টার মধ্যেই সই করায় মেসির ছোটবেলার ক্লাব নেওয়েলস ওল্ড বয়েজ। তবে বার্সেলোনার যুব দলের হয়ে খেলা শুরু করে থিয়াগো। সে ২০২৩ সালে ইন্টার মায়ামির অ্যাকাডেমিতে যোগ দেয়। এই দলের হয়ে মাঠে ফুল ফোটানো শুরু করেছে থিয়াগো। সে মার্কিন যুক্তরাষ্ট্রের যুব ফুটবলে সেরা তারকা। এভাবেই খেলা চালিয়ে কয়েক বছরের মধ্যেই পেশাদার ফুটবলার হয়ে উঠতে চায় থিয়াগো। তাকে নিয়ে ফুটবল দুনিয়ায় আগ্রহ তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ব্যালন ডি'অরের জন্য মনোনীত হননি, দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড পাবেন মেসি?

পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরছেন লিওনেল মেসি, স্বাগত জানাতে তৈরি ক্যাম্প ন্যু

ফের ভারতে আসছেন লিওনেল মেসি, কোথায় খেলবে আর্জেন্টিনা? জেনে নিন বিস্তারিত