সংক্ষিপ্ত
একই সময়ে চলছে বিশ্ব ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই প্রতিযোগিতা ইউরো কাপ ও কোপা আমেরিকা। এই দুই প্রতিযোগিতাতেই শুধু সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ বাকি।
এবারের ইউরো কাপের সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইংল্যান্ড। এর মধ্যে একমাত্র ইংল্যান্ডই এখনও পর্যন্ত ইউরো কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। বাকি ৩ দলই ইউরো কাপ জিতেছে। ফলে এবার যদি ইংল্যান্ড চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে নতুন চ্যাম্পিয়ন পাবে ইউরো কাপ। তবে ইংল্যান্ডের কাজ খুব একটা সহজ হবে না। কারণ, সেমি-ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে হবে ইংল্যান্ডকে। অন্য সেমি-ফাইনালে স্পেন-ফ্রান্স লড়াই হতে চলেছে। এবারের ইউরো কাপে স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স ও ইংল্যান্ড অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। ফলে সেমি-ফাইনালের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
কবে ইউরো কাপ সেমি-ফাইনাল?
ইউরো কাপের প্রথম সেমি-ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। মঙ্গলবার রাতে ভারতীয় সময় অনুযায়ী সাড়ে ১২টায় শুরু হবে ইউরো কাপের প্রথম সেমি-ফাইনাল। এরপর ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাত সাড়ে ১২টায় শুরু হবে দ্বিতীয় সেমি-ফাইনাল। এই ম্যাচে ইংল্যান্ড-নেদারল্যান্ডস লড়াই হতে চলেছে। এরপর ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাত সাড়ে ১২টায় শুরু হবে ইউরো কাপ ফাইনাল। সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ টেলিভিশনে দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবে ইউরো কাপ সেমি-ফাইনাল, ফাইনাল দেখা যাবে সোনি লিভ অ্যাপ, ওয়েবসাইটে।
সেমি-ফাইনালে খেলবেন হ্যারি কেন
এবারের ইউরো কাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড-সুইৎজারল্যান্ড ম্যাচের অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে তুলে নেন প্রধান কোচ গ্যারেথ সাউথগেট। এরপরেই জল্পনা শুরু হয়, চোট পেয়েছেন কেন। তিনি সেমি-ফাইনালে খেলতে পারবেন কি না, সেই জল্পনাও শুরু হয়ে যায়। তবে ইংল্যান্ডের অধিনায়কের দাবি, তিনি চোট পাননি। পায়ে সামান্য টান ধরেছিল। সেমি-ফাইনালে খেলতে কোনও সমস্যা হবে না। ফলে স্বস্তিতে ইংল্যান্ড শিবির।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Netherlands vs Türkiye: তুরস্কের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয়, ইউরো কাপের সেমি-ফাইনালে নেদারল্যান্ডস
Copa America: ১০ জনের উরুগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে হার, কোপা আমেরিকা থেকে বিদায় ব্রাজিলের