সংক্ষিপ্ত

ইউরো কাপ (Euro Cup 2024) থেকে বিদায় পর্তুগালের (Portugal)। আর সেই পর্তুগালেরই জার্সি গায়ে কি শেষ ম্যাচটি খেলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? ফ্রান্সের (France) বিরুদ্ধে পরাজয়ের পর, সেই প্রশ্নই উঠতে শুরু করে দিয়েছে।

ইউরো কাপ (Euro Cup 2024) থেকে বিদায় পর্তুগালের (Portugal)। আর সেই পর্তুগালেরই জার্সি গায়ে কি শেষ ম্যাচটি খেলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? ফ্রান্সের (France) বিরুদ্ধে পরাজয়ের পর, সেই প্রশ্নই উঠতে শুরু করে দিয়েছে।

যদিও ৩৯ বছরের রোনাল্ডো এখনও কিছুই জানাননি এই বিষয়ে। কোচ রবার্তো মার্টিনেজ অবশ্য বলেছেন, “এখনও কোনও সিদ্ধান্ত নেননি পর্তুগাল অধিনায়ক।”

ইউরো কাপের (Euro Cup 2024) দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে (Quarter Final), জার্মানির হামবুর্গ স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল বনাম ফ্রান্স (Portugal vs France Euro 2024)। হাড্ডাহাড্ডি এই ম্যাচে টাইব্রেকারে জয় পেল ফ্রান্স। সেইসঙ্গে, সেমিফাইনালে চলে গেল তারা।

এক সময় বিশ্বফুটবলকে শাসন করা সেই ‘সিআর৭’-এর (CR7) খেলায় বয়সের ছাপ ভালোমতোই পড়েছে। এই ম্যাচে তো কার্যত তিনি বোতলবন্দি হয়ে রইলেন। আগের থেকে গতি কমেছে অনেকটাই। কিছু সুযোগ তৈরি করলেও, কাজে লাগাতে পারলেন না।

আরও পড়ুনঃ

Euro Cup: হাড্ডাহাড্ডি কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জয় পেল ফ্রান্স, বিদায় পর্তুগালের

নিখুঁত শট নিতেও বেশ সমস্যা হচ্ছে। ফ্রান্সের বিরুদ্ধে হেরে ইউরো কাপ থেকে বিদায় নিতেই এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। অন্যদিকে, পর্তুগাল রক্ষণভাগের ফুটবলার পেপের (Pepe) অবসর নিয়েও জল্পনা শুরু হয়েছে। তাঁর বয়স ৪১ বছর। রোনাল্ডো এবং পেপে দীর্ঘদিন একসঙ্গে খেলছেন। শুক্রবার, ম্যাচ শেষে একে অপরকে জড়িয়ে ধরেন দুজনে। তাদের চোখে তখন জল।

পেপের চোখের জল যেন থামছিলই না। রোনাল্ডো তাঁকে গিয়ে জড়িয়ে ধরেন। সান্ত্বনা দেওয়ারও চেষ্টা করেন ‘সিআর৭’। ম্যাচ শেষে পেপে জানান, “রোনাল্ডো আমাকে এসে জড়িয়ে ধরল। ওই মুহূর্তটা আমার কাছে ভীষণ স্পেশ্যাল। তবে এটা অবসর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। আমরা সত্যিই হতাশ। রোনাল্ডোতো আমার ভাইয়ের মতো।”

আরও পড়ুনঃ 

Euro Cup: হাড্ডাহাড্ডি লড়াই শেষ আটে, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কারা? পূর্ণাঙ্গ সূচি একনজরে

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।