World Cup Qualifiers: পরিসংখ্যান বলছে, যোগ্যতা অর্জন পর্বে মোট ১৬টি গোল করছেন হালান্ড। প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির পাশাপাশি দেশের হয়েও দারুণ ছন্দে রয়েছেন এই তরুণ স্ট্রাইকার। 

World Cup Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাজিমাত করল নরওয়ে ফুটবল দল। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে খেলতে নামবে তারা। উল্লেখ্য,১৯৯৮ সালে শেষ ফুটবল বিশ্বকাপে খেলেছিল নরওয়ে (norway vs italy highlights)। তারপর থেকে এতগুলো বছর কেটে গেছে। কিন্তু সঙ্গী হয়েছে লাগাতার ব্যর্থতা (world cup qualifiers)। 

ইতালির বিরুদ্ধে ৪-১ গোলে জয়

কিন্তু ২০২৫ সালে এসে মিলল সাফল্য। তারকা ফুটবলার আর্লিং হালান্ডের পায়ের জাদুতে বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র অর্জন করে ফেলল নরওয়ে। সময়টা কিন্তু নেহাৎ কম নয়, ২৮ বছর পর ফের বিশ্বকাপে খেলবে তারা। 

কিন্তু নরওয়ের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপে খেলা কার্যত, অনিশ্চিত হয়ে পড়ল ইতালির জন্য। এমনিতেই গত দুটি বিশ্বকাপে, যোগ্যতা অর্জন করতে পারেনি চারবারের বিশ্বজয়ী দল। সেইসঙ্গে, বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করতে পারেনি আফ্রিকার ফুটবল দল নাইজিরিয়াও।

বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মেগা লড়াই ছিল নরওয়ে এবং ইতালির মধ্যে। নরওয়ের কাছে ম্যাচ ড্র করলেই চলত। কিন্তু ইতালিকে জিততেই হত এই খেলায়। তাও আবার কিনা ৯ গোলের ব্যবধানে। 

হালান্ডের দাপট

ম্যাচের ১১ মিনিটে, ইতালিকে এগিয়ে দেন ফ্রানসেস্কো পিয়ো এসপোসিতো। তবে প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমূল পরিবর্তন দেখা যায় নরওয়ের খেলার মধ্যে। একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে। সেই সুবাদেই খেলার ৬৩ মিনিটে, গোল করে সমতা ফেরান আন্তোনিয়ো নুসা। আর তারপরেই শুরু হালান্ডের দাপট। খেলার ৭৮ এবং ৭৯ মিনিটে, জোড়া গোল করে নরওয়ের জয় নিশ্চিত করেন তিনি। 

পরিসংখ্যান বলছে, যোগ্যতা অর্জন পর্বে মোট ১৬টি গোল করছেন হালান্ড। প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির পাশাপাশি দেশের হয়েও দারুণ ছন্দে রয়েছেন এই তরুণ স্ট্রাইকার। এদিকে এই ম্যাচের অতিরিক্ত সময়ে, নরওয়ের হয়ে চতুর্থ গোলটি করেন ইয়ুর্গেন স্ট্রান্ড লারসেন। শেষপর্যন্ত, ইতালির বিরুদ্ধে ৪-১ গোলে জয় ছিনিয়ে নেয় নরওয়ে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।