সংক্ষিপ্ত

  • ধোনির জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন সুনীল জোশী
  • আইপিএলের পারফরমেন্সের উপরই নির্ভর করছে ধোনির ভবিষ্যৎ
  • ভারতীয় বোর্ড সূত্রে এমনটাই খবর
  • ধোনি প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জয় বাঙ্গারও

লম্বা অবসর কাটিয়ে  আসন্ন আইপিএল থেকেই ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যেই অনুশীলনেও নেমে পড়েছেন এম এস ডি। ধোনির অনুশীলন ঘিরেই চেন্নাইতে দেখা মিলেছে সমর্থকদের মধ্যে তুমুল উৎসাহ। আইপিএলে ফিরলেও, জাতীয় দলের জার্সি গায়ে ফের কবে দেখা যাবে মাহিকে তা নিয়ে জল্পনা অব্যাহত। এই বিষয়ে ধোনি স্বয়ং এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে ধোনির জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন সদ্য নির্বাচিত জাতীয় নির্বাচক সুনীল জোশী ও ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।

আরও পড়ুনঃরঞ্জি ফাইনালে বাংলার প্রতিপক্ষ সৌরাষ্ট্র, গতবারের চ্যাম্পিয়নদের জন্য জয় আনলেন উনাদকট

সদ্য ভারতীয় দলের নির্বাচক হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন বাঁ-হাতি স্পিনার সুনীল জোশী। দায়িত্বভার নিয়েই মুখ খুলে বসলেন ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের সব থেকে কৌতুহলজনক  ও বিতর্কিত বিষয় নিয়ে। মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সুনীল জোশী। বোর্ড সূত্রে খবর, আসন্ন আইপিএলে ধোনির পারফরমেন্স দেখেই আগামি দিনে তাকে জাতীয় দলে ফেরানো হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃবৃষ্টির কারণে বাতিল খেলা, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলা দল

আরও পড়ুনঃমহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত, শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের

অপরদিকে, সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটে ধোনি প্রসঙ্গে ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে থাকাটা ধোনির ক্ষেত্রে শাপে বর হতে পারে।  সম্পূর্ণ নতুন করে নিজেকে পেতে পারেন মাহি। এছাড়াও বাঙ্গার আরও জানিয়েছেন, একবছরের বেশি সময় পর ক্রিকেটে ফিরে প্রথমে হয়তো মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে ধোনির। পাশাপাশি এটাও ঠিক যে একটানা দেশের জার্সিতে খেলার ফলে নিজেকে সময় দেওয়া যায় না। সব সময় টিমের কথাই ভাবতে হয়। সে ক্ষেত্রে ধোনি বিশ্রাম নিয়ে ফেরার ফলে নিজেকে অনেক তরতাজা মনে হবে। যদিও আন্তরর্জাতিক ক্রিকেটে অর্থাৎ দেশের জার্সিতে ধোনির ভবিষ্যৎ কি  তা নিয়ে মুখ খোলেননি সঞ্জয়  বাঙ্গার।