মেলবোর্নে (Melbourne) বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) জয় পেল অস্ট্রেলিয়া (Australia)। প্রথম ইনিংসে প্যাট কামিন্সের (Pat Cummins)দলের নেওয়া ৮২ রানে লিড পেরোতে পারল না জো রুটের (Joe Root)দল। ৬৮ রানে অলআউট ইংল্যান্ড (England)। পরপর ৩ ম্যাচ জিতে অ্যাসেজ সিরিজ (Ashes Series) জিতল অস্ট্রেলিয়া।