তরুণ ক্রিকেটারদের প্রতিভা (young talented Cricketers)অন্বেষণ করতে অভিনব উদ্যোগ টালিগঞ্জ অগ্রগামী ক্লাব (Tollygunge Agragami Club) ও তার কোচিং ক্যাম্প মন্টু ঘোষ ক্রিকেট অ্য়াকাডেমির (Mantoo Ghosh Cricket Academy)। টেস্ট ক্রিকেটের ফর্ম্যাটে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট প্রতিযোগিতার (Under-15 cricket tournament) আয়োজন করা হয়েছে। ২০টি দল অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়।