সংক্ষিপ্ত
২১ অগাস্ট থেকে টোকিয়োয় শুরু হতে চলেছে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ।শুরুর আগেই দুঃসংবাদ। গোড়ালিতে চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ব্যাডমিন্টন তাকরা পিভি সিন্ধু। ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করেছেন তিনি।
২১ অগাস্ট থেকে টোকিয়োয় শুরু হতে চলেছে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ।শুরুর আগেই দুঃসংবাদ। গোড়ালিতে চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ব্যাডমিন্টন তাকরা পিভি সিন্ধু। ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করেছেন তিনি।
সম্প্রতি কমনওয়েথ গেমসে দূরন্ত ফর্মে দেখা গিয়েছে সিন্ধুকে। নিজের অসাধারণ পারফর্ম্যান্স দিয়ে জিতেছেন সোনাও। আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সিন্ধুকে ঘিরে যথেষ্ট আশাবাদী ছিল ব্যাডমিন্টন মহল, কিন্তু চোটের কারণে প্রতিযোগিতায় অংশই নিতে পারবেন না তিনি।
কমনওয়েলথ গেমসে সোনা জেতার আগেই গোড়ালিতে গুরুতর চোট পান সিন্ধু। কিন্তু চোটের তোয়াক্কা না করেই অসহ্য যন্ত্রণা নিয়ে ফাইনালে খেলেন তিনি, এবং সোনাও জেতেন। কিন্তু এবার আর খেলা হল না তাঁর।
আরও পড়ুন - কমনওয়েলথে সোনা জয়ী পিভি সিন্ধুর এমন কিছু রেকর্ড, যা অন্যদের পক্ষে ভাঙা একপ্রকার অসম্ভব
পায়ের গোড়ালিতে চিড় ধরেছে সিন্ধুর। তাই এখন ছয় সপ্তাহ মতো বিশ্রামে থাকবেন তিনি। ইতিমধ্যে চিকিৎসাও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়ের বাবা পিভি রমনা জানিয়েছে, বার্মিংহাম গেমসের সময়ই চোট লেগেছিল সিন্ধুর পায়ে। অসহ্য যন্ত্রণা নিয়েই তিনি খেলেছিলেন সেমি ফাইনালে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে না খেলতে পারাকে হতাশানজক বলে উল্লেখ করলেও পাশাপাশি তিনি এও বলেন যে সব কিছু আমাদের হাতে থাকে না। রমনা আরও বলেন,"দ্রুত সুস্থ হয়ে ওঠাই এখন সিন্ধুর লক্ষ্য।"
আরও পড়ুন - অবশেষে অধরা স্বপ্নপূরণ, কমনওয়েলথে প্রথম সোনা জিতলেন পিভি সিন্ধু