২০২২ সালের আলপাইন স্কি চ্যাম্পিয়নশিপ দুবাই-এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নজির গড়লেন হিমাচলের আঁচল। পরপর তিনটি রূপোর পদক জিতে আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন তিনি।

পরপর তিনটি রূপো জয়, FIS আলপাইন স্কি চ্যাম্পিয়নশিপে কামাল করলেন ভারতীয় কন্যা আঁচল ঠাকুর। ২০২২ সালের আলপাইন স্কি চ্যাম্পিয়নশিপ দুবাই-এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নজির গড়লেন হিমাচলের আঁচল। পরপর তিনটি রূপোর পদক জিতে আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন তিনি। উল্লেখ্য এর আগেও একাধিকবার পদক জয় উঠে এসেছে আঁচলের নাম। আগে একাধিকবার ব্রোঞ্জের পদক জিতেছিলেন আঁচল। তবে ভারতে বুকে পরপর তিনটি রূপো জয়ী প্রথম মহিলা আঁচল। আগেও একাধিক প্রতিযোগিতায় সাফল্যের মুকুট উঠেছিল তাঁর মাথায়। তবে এবারের রেকর্ড ভাঙা জয় তাঁকে গোটা দেশে 'প্রথমা'র স্থান দিয়ে গেল।

হিমাচল প্রদেশের মানালির বাসিন্দা আঁচল ঠাকুর। ছোটবেলা থেকেই নেশা ছিল স্কিইং। এর আগেও একাধিকবার দেশকে পদক এনে দিয়েছেন আঁচল। আঁচল প্রথম ভারতীয় মহিলা হিসেবে জিতেছিল দুটি ব্রোঞ্জ পদক। ২০২১ সালে আল্পাইনে দুটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। তার আগে ২০১৮ সালে তুরস্কে অনুষ্ঠিত স্কিইংয়ের আন্তর্জাতিক ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন আঁচল। এবার নয়া পালক যোগ হল আঁচলের মুকুটে। ভারতের হয়ে কোনও আন্তর্জাতিক স্কিইং ইভেন্টে 3টি রৌপ্য পদক জয়ী প্রথম মহিলা আঁচল।

২০১২ সাল থেকে স্কিইং প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন আঁচল। ২০১২ সালে অংশ নিয়েছিলেন যুব শীতকালীন অলিম্পিকে আলপাইন স্কিইং এবং মেয়েদের জায়ান্ট স্ল্যাম ইভেন্টে। তবে নিজেকে স্কিইং-এ সীমাবদ্ধ করে রাখেননি। বিশ্বের সবচেয়ে দুর্গম শৃঙ্গের মধ্যে গন্য হওয়া সুইজারল্যান্ডের অ্যালেনহর্ন জয় করতে যাওয়া দলে ভারতের প্রতিনিধিত্ব করেছেন আঁচল। বিশ্বের শীর্ষ ৭০ টি মহিলা দলে ভারতের দিক থেকে আঁচল ঠাকুরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

Scroll to load tweet…

আরও পড়ুন - 

সেমিফাইনালের আগেই চিন্তায় দল, হাতে চোট পেয়ে অনুশীলন ছেড়ে বেরিয়ে গেলেন রোহিত

সেমি ফাইনালে সুযোগ পেতে পারেন যুজবেন্দ্র চাহাল, ইঙ্গিত রাহুল দ্রাবিড়ের

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া গুণতিলকাকে সাসপেন্ড করল শ্রীলঙ্কা ক্রিকেট