সংক্ষিপ্ত

সম্প্রতি ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের জুনিয়র অ্যাথলিটরা। অনূর্ধ্ব-১৮ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ও অনূর্ধ্ব-২০ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভালো ফল করেছে ভারত।

এশিয়ান গেমসের কয়েক মাস আগে ভারতীয় অ্যাথলেটিক্সের জন্য বড় ধাক্কা। এই প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন না দেশের অন্যতম সেরা অ্যাথলিট হিমা দাস। বুধবার জাতীয় অ্যাথলেটিক্স দলের প্রধান কোচ রাধাকৃষ্ণ নায়ার জানিয়েছেন, এ বছরের এপ্রিলে হ্যামস্ট্রিংয়ে চোট পান হিমা। সেই চোটের কারণেই তাঁর পক্ষে এশিয়ান গেমসে যোগ দেওয়া সম্ভব হবে না। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ৪০০ মিটার দৌড়ে রুপো পেয়েছিলেন হিমা। মহিলাদের ৪x৪০০ মিটার রিলে দৌড়ে সোনা জেতেন অসমের এই অ্যাথলিট। ৪x৪০০ মিটার মিক্সড টিমের হয়ে রিলে রেসে রুপো পান হিমা। এবারও পদক জয়ের জন্য তাঁর উপর ভরসা ছিল ভারতীয় অ্যাথলেটিক্স মহলের। কিন্তু চোটের জন্য হিমা ছিটকে যাওয়ায় ধাক্কা খেল ভারত। এবার এশিয়ান গেমস হবে চিনের হাংঝাউয়ে। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস।  হিমার চোট সত্ত্বেও ভালো ফলের আশায় ভারত।

ভারতীয় অ্যাথলেটিক্স দলের প্রধান কোচ বলেছেন, ‘১৫ বেঙ্গালুরুতে ইন্ডিয়ান গ্র্যাঁ প্রি ৪-এ প্রতিদ্বন্দ্বিতা করার ১ দিন আগে চোট পায় হিমা। ওর চোট পাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওর হ্যামস্ট্রিংয়ে চোটের পাশাপাশি কোমরের চোটও রয়েছে। এখন ওর শারীরিক পরীক্ষা করা হচ্ছে। ওর চিকিৎসার ব্যাপারে পরিকল্পনা চলছে। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া যে নীতি নিয়েছে সেই অনুযায়ী এশিয়ান গেমসে যোগ দিতে পারবে না হিমা।’

চোটের জন্য গত মাসে ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত ফেডারেশন কাপে যোগ দিতে পারেননি হিমা। কোচ নায়ার বলেছেন, অ্যাথলেটিক্স ফেডারেশনের আশা ছিল, জাতীয় আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পারবেন হিমা। সেটাই ছিল এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করার জন্য শেষ সুযোগ। কিন্তু সেই সুযোগ পাচ্ছেন না হিমা। বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপ। যে অ্যাথলিটদের ছাড় দেওয়া হয়েছে তাঁদের বাদ দিয়ে বাকি সবাইকেই এই প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স দেখিয়ে এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করতে হবে। জাতীয় আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপে যোগ দিতে না পারায় হিমা এশিয়ান গেমসে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনাজয়ী নীরজ চোপড়া ও ২০২২-এর কমনওয়েলথ গেমসে ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো পাওয়া অবিনাশ সাবলে জাতীয় আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পারছেন না। তবে তাঁদের ছাড় দেওয়া হচ্ছে। নীরজের এখন চোট রয়েছে। পরপর ২টি প্রতিযোগিতায় যোগ দিতে পারেননি নীরজ। তিনি দ্রুত ফিট হয়ে ট্র্যাকে ফেরার চেষ্টা করছেন।

আরও পড়ুন-

PV Sindhu: র‍্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু

পেশির চোটে কাবু, পরপর ২টি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার নীরজ চোপড়ার

আমাদের অ্যাথলিটদের জন্য গর্বিত, বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর