সংক্ষিপ্ত

এবারের এশিয়ান গেমসে বড় দল নিয়ে গিয়েছে ভারত। এবারই সবচেয়ে বেশি পদক আসবে বলে আশা করা হচ্ছে। প্রথম দিন থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা।

শনিবার আনুষ্ঠানিকভাবে এবারের এশিয়ান গেমসের উদ্বোধন হয়েছে। তার আগেই অবশ্য কয়েকটি ইভেন্ট শুরু হয়ে গিয়েছে। রবিবার সরকারিভাবে গেমসের প্রথম দিনই ৫টি পদক জিতে নিল ভারত। এদিন এখনও পর্যন্ত দেশকে পদক জিতিয়েছেন শ্যুটার ও রোয়াররা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো পেয়েছেন আশি চোকসি, মেহুলি ঘোষ ও রমিতা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন রমিতা। রোয়িংয়ে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালসে রুপো পেয়েছেন অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং। রোয়িংয়ে পুরুষদের পেয়ারে ব্রোঞ্জ পেয়েছেন বাবু লাল যাদব ও লেখ রাম। রোয়িংয়ে পুরুষদের এইট ইভেন্টে রুপো পেয়েছে ভারত। 

এখন পদক তালিকায় ৬ নম্বরে ভারত। এদিন ৫টি পদক জেতার পর ৩ নম্বরে ছিল ভারত। কিন্তু সোনা জিততে না পারায় পিছিয়ে গিয়েছে ভারত। ১২টি সোনা, ২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে চিন। ৪টি সোনা, ৩টি রুপো ও ১টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। ১টি সোনা, ৩টি রুপো ও ১টি ব্রোঞ্জ নিয়ে ৩ নম্বরে জাপান। ১টি করে সোনা, রুপো ও ব্রোঞ্জ নিয়ে ৪ নম্বরে চিনা তাইপেই। ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ নিয়ে ৫ নম্বরে হংকং। ৩টি রুপো ও ২টি ব্রোঞ্জ নিয়ে ৬ নম্বরে ভারত। সোনা পেলেই পদক তালিকায় উপরের দিকে চলে যাবে ভারত।

এদিন প্রথম ইভেন্টেই ভারতকে পদক জেতান মেহুলি, রমিতা ও আশি। এর কিছুক্ষণ পরেই রোয়িংয়ে প্রথম পদক আসে। পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালসে রুপো পান অর্জুন ও অরবিন্দ। এরপর রোয়িংয়ে পুরুষদের এইট টিম রুপো পায়। এরপর রোয়িংয়ে তৃতীয় পদক পান বাবু লাল ও লেখ। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পান রমিতা।

এদিন আরও একটি পদক নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। মহিলাদের ক্রিকেটের ফাইনালে পৌঁছে গিয়েছেন স্মৃতি মন্ধানা, রিচা ঘোষরা। রবিবার সেমি-ফাইনালে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। মহিলাদের টেবল টেনিসে দলগত ইভেন্টে অবশ্য শেষ ১৬-এর লড়াইয়ে থাইল্যান্ডের কাছে হেরে গিয়েছে ভারত। নির্ণায়ক ম্যাচে হেরে যান মনিকা বাত্রা। এই ইভেন্টে জিততে পারলে ভারতের পদকের আশা বাড়ত। তবে এখনও অনেক ইভেন্ট আছে। আশা করা হচ্ছে চলতি এশিয়ান গেমসে ভারতের ক্রীড়াবিদরা দেশকে গর্বিত করতে পারবেন।

আরও পড়ুন-

Asian Games 2023: বিশ্ব যুব বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ভারতের দেবিকা ও প্রীতি

Asian Games 2023: উজবেকিস্তানকে ১৬ গোলের মালা পরিয়ে এশিয়াডে পরের রাউন্ডে ভারতের পুরুষ হকি দল

The Great Khali : 'চক দে ফাট্টে', জন সিনাকে হিন্দি শেখাচ্ছেন দ্য গ্রেট খালি