সংক্ষিপ্ত
এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পর এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের অ্যাথলিটরা।
সম্প্রতি এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। সোনা জিতেছেন রেজওয়ানা মল্লিক হিনা, সুনীল কুমার, সিদ্ধার্থ চৌধুরীরা। শুক্রবার অ্যাথলিটদের এই পারফরম্যান্সের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ট্যুইট, ‘আমাদের অ্যাথলিটদের জন্য গর্বিত। তাঁরা ২০-তম এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছেন। ৬টি সোনা-সহ ১৯টি পদক নিয়ে ভারত ৪৫টি দেশের মধ্যে ৩ নম্বরে শেষ করেছে। আমরা অ্যাথলিটদের এই কৃতিত্ব উদযাপন করছি এবং তাঁদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’ এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিক্সের পরেও অ্যাথলিটদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ফের অ্যাথলিটদের অভিনন্দন জানালেন। প্রধানমন্ত্রীর বার্তা পেয়ে আপ্লুত অ্যাথলিটরা।
দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়নে হয়েছে এবারের এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ভারতের হয়ে সোনা জিতেছেন নদিয়া জেলার মেয়ে রেজওয়ানা, ভরতপ্রীত সিং, সুনীল, সিদ্ধার্থ, লক্ষ্মিতা বিনোদ সান্ডিলা ও মহিলাদের রিলে দল। মোট পদক সংখ্যায় চিনের সঙ্গে একই জায়গায় শেষ করেছে ভারত। কিন্তু চিনের অ্যাথলিটরা ১১টি সোনা জিতেছেন। সেই কারণে পদক তালিকায় ৩ নম্বরে ভারত। ১৪টি সোনা-সহ ২৩ পদক নিয়ে শীর্ষে জাপান। তবে পদক তালিকায় ৩ নম্বরে থাকলেও, ভারতীয় অ্যাথলিটরা যেভাবে চিন ও জাপানের সঙ্গে লড়াই করলেন, সেটা ভারতীয় অ্যাথলেটিক্সের ভবিষ্যতের পক্ষে আশাজনক।
মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পেয়েছেন অন্তিমা পাল। জ্যাভলিন থ্রোয়ে রুপো পেয়েছেন শিবম লোহাকারে। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো পেয়েছেন শারুক খান। মহিলাদের লংজাম্পে রুপো পেয়েছেন সুস্মিতা। ব্রোঞ্জ পেয়েছে ৪x৪০০ মিটার রিলে দল। পুরুষদের ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পেয়েছেন শাকিল। মহিলাদের ৪x১০০ মিটার দৌড়ে ৪৫.৩৬ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পেয়েছে ভারত। মহিলাদের ৩০০০ মিটার দৌড়ে রুপো পেয়েছেন বুশরা খান। হাইজাম্পে রুপো পেয়েছেন পূজা। পুরুষদের রিলে দল রুপো পেয়েছে। পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পেয়েছেন মেহদি হাসান। পুরুষদের ৫০০০ মিটার দৌড়ে রুপো পেয়েছেন শিবাজি পরশু মাদাপ্পাগৌদ্রা।
এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ-তরুণীদের পারফরম্যান্স রীতিমতো আশাজনক। এশিয়ান গেমসে এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে বেশ কয়েকটি পদক আসতে পারে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আশাবাদী, এবারের এশিয়ান গেমসে সবচেয়ে ভালো ফল করবে ভারত। রেজওয়ানাদের অসাধারণ পারফরম্যান্স সেই আশা বাড়িয়ে দিচ্ছে।
আরও পড়ুন-
৬ সোনা-সহ ১৯ পদক, এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় ৩ নম্বরে ভারত
Piyali Basak Exclusive: দেনা মেটাতে দেখা করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে, জানালেন পিয়ালি
আর্থিক সমস্যায় চিকিৎসা করাতে পারছেন না, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি পিয়ালির