Indian archery Team: বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকা (Dhaka) থেকে দেশে ফিরতে গিয়ে দুরবস্থার মধ্যে পড়লেন ভারতের তিরন্দাজরা। ঢাকা বিমানবন্দর থেকে উড়ান বাতিল হয়ে যাওয়ায় তাঁদের দীর্ঘক্ষণ অব্যবস্থা সহ্য করতে হয়।
KNOW
Indian Archers: যে শেখ হাসিনাকে (Sheikh Hasina) মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের (Bangladesh) আদালত, সেই হাসিনা দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর এক বছরেরও বেশি কেটে গিয়েছে। কিন্তু এখনও বাংলাদেশে অস্থিরতা চরমে। হাসিনাকে কেন্দ্র করে ফের হিংসা ছড়িয়েছে। এই পরিস্থিতিতে ঢাকা থেকে দিল্লি (Delhi) ফিরতে গিয়ে দুরবস্থার মধ্যে পড়ল ভারতের তিরন্দাজ দল। এশিয়ান চ্যাম্পিয়নশিপে যোগ দিয়ে বাংলাদেশে গিয়েছিলেন ভারতের তিরন্দাজরা। দলে ছিলেন অভিষেক ভার্মা (Abhishek Verma), জ্যোতি সুরেখা (Jyoti Surekha), ধীরাজ বোম্মাদেবারার (Dhiraj Bommadevara) মতো তিরন্দাজরা। সাত মহিলা এবং দুই নাবালকও দলে ছিল। ভারতের তিরন্দাজদের ১০ ঘণ্টা ঢাকায় আটকে থাকতে হল। পুরো সময় তাঁরা বিমানবন্দরে থাকতে পারেননি। তাঁদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেও তাঁদের সমস্যায় পড়তে হয়।
শনিবার রাতে ঢাকায় চরম অব্যবস্থা
শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকা থেকে দিল্লির উড়ান ধরার কথা ছিল তিরন্দাজদের। কিন্তু তাঁদের জানানো হয়, বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে তাঁরা রওনা হতে পারবেন না। সেই সময় হাসিনার বিচারকে কেন্দ্র করে ঢাকায় হিংসা ছড়িয়ে পড়েছে। রাত দুটো পর্যন্ত বিমানবন্দরেই আটকে থাকতে হয় ভারতের তিরন্দাজদের। এরপর উড়ান বাতিলের কথা জানানো হয়। সেই রাতে বিকল্প বিমানের ব্যবস্থা করা যাবে না বলেও জানানো হয়। ফলে ঢাকা বিমানবন্দর ছাড়তে হয় ভারতের তিরন্দাজদের। তাঁদের জানলাহীন বাসে চড়িয়ে বিমানবন্দর থেকে আধ ঘণ্টা দূরে এক অস্থায়ী লজে নিয়ে যাওয়া হয়। অভিষেক জানিয়েছেন, সেখানে একটাই শৌচাগার ছিল। সেই শৌচাগারের অবস্থাও ভালো ছিল না। ডর্মিটরির মতো একটা ঘরে ৬ জনের শয্যা ছিল। সেখানেই রাত কাটাতে হয় আন্তর্জাতিক তিরন্দাজদের।
সারারাত যন্ত্রণার পর সকালে উড়ান
রবিবার সকাল সাতটায় ঢাকা বিমানবন্দরে ফেরেন ভারতীয় তিরন্দাজরা। তারপরেও তাঁদের যন্ত্রণা শেষ হয়নি। দিল্লি ফিরতে তাঁদের অনেক দেরি হয়ে যায়। ফলে দিল্লি থেকে নিজেদের শহরে ফিরতে সমস্যা হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


