WWE Champion John Cena: ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের প্রাক্তন চ্যাম্পিয়ন জন সেনা সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। তাঁর অসুস্থতার খবরে অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। তাঁদের আশ্বস্ত করেছেন এই কুস্তিগীর। তবে একইসঙ্গে তিনি সবাইকে সতর্ক করে দিয়েছেন।
John Cena Skin Cancer: একাধিকবার ত্বকের ক্যান্সারে আক্রান্ত (Skin Cancer) হয়েছেন। এখন সুস্থ হয়ে উঠলেও, সতর্ক থাকছেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (World Wrestling Entertainment) প্রাক্তন চ্যাম্পিয়ন জন সেনা (John Cena)। তিনি নিজে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও সতর্ক করে দিচ্ছেন। ত্বকের ক্যান্সার এড়ানোর জন্য বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন সেনা। বিশেষ করে যাঁদের রোজ কয়েক ঘণ্টা চড়া রোদে থাকতে হয়, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন এই কুস্তিগীর। তিনি মহিলাদের পাশাপাশি পুরুষদেরও সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। চড়া রোদে থাকতে হলে সানস্ক্রিন ব্যবহার না করলে, শরীরের বেশিরভাগ অংশ ঢেকে না রাখলে, টুপি-রোদচশমা না পরলে ত্বকের ক্যান্সারের ঝুঁকি থেকে যায়। এই কারণেই সবাইকে সতর্ক করে দিচ্ছেন সেনা।
কীভাবে ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সেনা?
এক সাক্ষাৎকার সেনা জানিয়েছেন, ‘নিউবারিপোর্ট ও স্যালিসবারি সমুদ্র সৈকতের কাছে এক ছোট শহরে আমি বড় হয়ে উঠেছি। ম্যাসাচুসেটসের বাসিন্দারা এই জায়গাকে বলেন উত্তর সমুদ্রতট। আমি ছোটবেলা থেকে কোনওদিন সানস্ক্রিন ব্যবহার করতাম না। গ্রীষ্মকালে সমুদ্র সৈকতে উৎসবে সময় কাটাতাম। আমরা পাঁচ ভাই ছিলাম। আমাদের সবাইকে বড় করার দায়িত্ব ছিল মায়ের। ফলে তিনি সবসময়ই ব্যস্ত থাকতেন। আমাদের সুস্থ রাখার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন মা। আমি কখনও তাঁকে দোষ দিই না। আমার জন্ম ১৯৭৭ সালে। ফলে আমার কাছে সানস্ক্রিন নতুন বিষয় ছিল।’
অসতর্কতার জন্যই ক্যান্সারে আক্রান্ত সেনা
সেনা আরও জানিয়েছেন, তাঁর বয়স ২০ বছর হয়ে যাওয়ার পর নিউ ইংল্যান্ড থেকে ফ্লোরিডায় গিয়ে থাকতে শুরু করেন। সেখানে চড়া রোদে থাকতে তাঁর ভালো লাগত। রোদে থাকলেও, তিনি সতর্কতা অবলম্বন করতেন না। তিনি ভেবেছিলেন কোনও সমস্যা হবে না। কিন্তু দীর্ঘক্ষণ চড়া রোদে থাকার ফলেই তিনি ত্বকের ক্যান্সারে আক্রান্ত হন। এই কারণেই রোদে বেরোতে হলে সবাইকে সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন সেনা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


